promotional_ad

বাংলাদেশকে নিয়ে কোন পরিকল্পনা নেই ভারতের

দেবদূত পাডিকাল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান দেবদূত পাডিকাল।  


টাইগার যুবাদের বিপক্ষে নামার আগে তেমন কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানিয়েছেন বাংলাদেশ সম্পর্কে খুব একটা ধারণা নেই তাঁর দলের। সুতরাং সেভাবে বিশেষ কোন পরিকল্পনা না করে নিজেদের সামর্থ্য অনুযায়ীই ভাল খেলতে চান তাঁরা,   


'আমাদের কোন পরিকল্পনা নেই। কেননা আমরা জানিই না বাংলাদেশ কেমন খেলে। আমরা শুধু আমাদের সামর্থ্য অনুযায়ী ভাল খেলতে চাই,' বলেছেন পাডিকাল। 



promotional_ad

বাংলাদেশ দলের বিশেষ কোন ক্রিকেটারকে নিয়েও চিন্তা করছে না ভারত বলে জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর ভাষ্যমতে, 'আমাদের কাউকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই। আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই।' 


তবে তেমন কোন পরিকল্পনা না থাকলেও বাংলাদেশকে মোটেও হালকাভাবে যে নিচ্ছে না ভারত সেটিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ১৮ বছর বয়সী দেবদূত পাডিকাল। তাঁর মতে ক্রিকেট এমন একটি খেলা যেখানে পরাজয় সাধারণ একটি ব্যাপার। পাডিকাল বলেন,


'আমরা কোনও ম্যাচকেই হালকা ভাবে নিচ্ছি না। ক্রিকেট মজার খেলা। এখানে যে কেউ যে কাউকে যে কোন দিনে হারাতে পারে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চাই।' 


উল্লেখ্য অনূর্ধ্ব এশিয়া কাপে নিজেদের সর্বশেষ ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা।



এবার শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে তারা।  বাংলাদেশ সময় সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball