তিন ইনজুরিতে মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক ক্যাচে শোয়েব মালিককে সাজঘরে ফিরিয়েছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। এই ক্যাচই কাল হয়েছে তার। টাইগার অধিনায়কের ডানহাতের অনামিকা আর কনিষ্ঠার হারে চোট লেগেছে।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী একথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "মাশরাফির হাতের রিঙ ফিঙ্গার ও লিটল ফিঙ্গার এই দুটো আঙুলে আঘাত ছিল। এরমধ্যে ছোট আঙুলের আঘাতটাই বেশি গুরুতর। ওখানে কিছুটা স্ট্রেইন আছে, কিন্তু হাড়ে ইনভলমেন্ট আছে।"

এই চোটে ঠিক হতে সপ্তাহ তিনেক সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বল হাতে মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ লাগবে বলে নিশ্চিত করেছেন তিনি। এছাড়াও মাশরাফির উরুতে একটি ইনজুরি রয়েছে। সব মিলিয়ে তিনটি ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক।
"সব মিলিয়ে এটা সারতে তিন সপ্তাহের মতো সময় লাগে। এরমধ্যে কিছু সময় চলে গেছে। আমরা আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে ও খেলায় ফিরে আসতে পারে। এছাড়াও ওর একটা থাই ইনজুরি আছে। সেটাও আমরা দেখছি, এরমধ্যে স্ক্যান করা হবে। কাল, পরশুর মধ্যে আমরা নিশ্চিত হতে পারব থাই ইনজুরি কতটুকু মারাত্মক।"
স্ক্যান করালেই এই ব্যাপারে জানা যাবে বলে জানিয়েছেন ডাঃ দেবাশিষ। উরুর ইনজুরিটা বেশি গুরুতর হলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন বাংলাদেশ দলের অধিনায়ক।
ফলে শঙ্কা তৈরি হয়েছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তার অংশগ্রহণ নিয়েও। এমনিতেই সাকিব-তামিমের ইনজুরি বড় বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশ দলকে। এবার মাশরাফির ইনজুরিতে চিন্তার বড় ভাঁজ পড়েছে নির্বাচকদের কপালে।