অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হাতের আঙ্গুলের উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
"আমরা চাইছি অস্ট্রেলিয়ায় যে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধায়নের ওর অপারেশন প্লান করা আছে উনার কাছে একবার পাঠানোর। দুটো কারণে, এখানকার যে হাতের অবস্থাটা আসলে কি, সার্জারির দরকার আছে কিনা আগামীতে। যদি হয়ে থাকে প্লানটা কি হবে। এসব মিলিয়ে আমরা পাঠাচ্ছি। উনার এপয়েনমেন্ট পাওয়া সাপেক্ষে শুক্রবার সাকিব হয়ত অস্ট্রেলিয়া যাবে। আমরা মনে করছি এক মাসের মতো সময় লাগবে এখানকার যে চোটটা আছে সেটা ম্যানেজ করতে।"

মেলবোর্নে ডঃ গ্রেগ হয়ের তত্ত্বাবধায়নে সাকিবের আঙ্গুলের চিকিৎসা চলবে। সেই লক্ষ্যে আগামী শুক্রবার এই টাইগার অলরাউন্ডারের দেশ ছাড়ার কথা রয়েছে। সাকিবের হাতের অবস্থা এখন উন্নতির দিকে বলেও জানিয়েছেন ডাক্তার দেবাশিষ।
"পর পর দুবার তিন চারদিনের ব্যাবধানে কিছু পূজ বের করা হয়েছে। ওর অবস্থা উন্নতির দিকে। ব্যথা আগের থেকে অনেকটাই কমে এসেছে।"
আঙ্গুলের ইনজুরি নিয়েই এশিয়া কাপে অংশ নিয়েছিলেন সাকিব। তবে, পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠায় এশিয়া কাপের মাঝ পথেই দেশে ফিরতে হয় এই অলরাউন্ডারকে। এরপর ব্যাথা বাড়লে জরুরী একটি সার্জারি করাতে হয় তাকে।
এদিকে দেবাশিষ চৌধুরী জানিয়েছেন সাকিবকে নিয়ে বিসিবির ভিন্ন পরিকল্পনা ছিল। তাকে এশিয়া কাপের সাথে জিম্বাবুয়ে সিরিজেও খেলানোর পরিকল্পনা ছিল। তবে ইনজুরিটা বেড়ে যাওয়ায় আর তা হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাকিবের ইনফেকশন নিয়ন্ত্রণের মধ্যে আসবে বলে জানিয়েছেন তিনি।
"সাকিবের ব্যাপারে আমাদের যেটা প্লান ছিল যে সুবিধাজনক সময়ে হাতের সার্জারি করা উচিত। সার্জারির আগে যদি সম্ভব হয় এশিয়া কাপ, জিম্বাবুয়ে সিরিজ খেলবে। সেইমত এশিয়া কাপে অংশ গ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিটা বেড়ে যায়। আপাতত এন্টিবায়োটিক চিকিৎসার মধ্যেই আছে। আমরা আশা করছি এই ধরনের চিকিৎসা আরও সপ্তাহ খানেক চলার পর ইনফেকশন নিয়ন্ত্রণে আসবে।"