মাশরাফিতে মুগ্ধ আকরাম

ছবি: মাশরাফি বিন মর্তুজা এবং ওয়াসিম আকরাম

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে মুগ্ধ সাবেক পাকিস্তানী অধিনায়ক ওয়াসিম আকরাম। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এশিয়া কাপে এশিয়ার দলগুলোর পারফর্মেন্স যাচাই করতে গিয়ে মাশরাফিকে নিয়ে কথা বলেছেন তিনি।
আকরামের মতে, ভারতের ক্রিকেট পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে আইপিএল। আইপিএলে ভাল পারফর্মেন্সের ফলাফল বৈশ্বিক আসরগুলোতেও পাচ্ছে ভারত-- মনে করছেন আকরাম।

'ভারত নিজেদের অন্য সব দলের চাইতে ভাল প্রমাণ করেছে। তাঁরা সত্যিকার অর্থেই ভাল খেলেছে। ভারত আর্থিকভাবে সমৃদ্ধ এবং আইপিএলে তাঁরা যে পরিমাণ অর্থ ব্যয় করেছিল, তা কাজে লেগেছে।'
'বাংলাদেশ দলের মাশরাফি বিন মর্তুজার একজন অনুপ্রেরণাদায়ক অধিনায়ক আছেন। আফগানিস্তানও ভয়ানক দল।'
একইদিনে তিনি কথা বলেছেন পাকিস্তান দলের পারফর্মেন্স নিয়েও। সদ্য সস্মাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হেরেই বাদ পরে পাকিস্তান। দলটি সামনের বিশ্বকাপে কেমন করবে জানতে চাইলে আকরাম জানান,
'৮ মাসের মতো বাকী এখনো বিশ্বকাপের। এখনো মন্তব্য করা কঠিন। আমি নিশ্চিত পাকিস্তান দ্রুত ঘুরে দাঁড়াবে। ব্যাটিং এবং বোলিংয়ে তাঁদের ভাল করতে হবে।'