শেষ বলের পরাজয়ের ব্যাখ্যা নেই মাশরাফির কাছে

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত নিদাহাস ট্রফির পর এবার এশিয়া কাপেও শেষ বলে পরাজয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। আর এবারও সেই প্রতিপক্ষ ভারত। শেষ বলে এভাবে তরী ডুবানো নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছেও।
আরব আমিরাত থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন কোন এক অজানা কারণে শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারছে না তাঁর দল। যদিও একটি বার এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে বলেও বিশ্বাস করেন তিনি। মাশরাফি বলেছেন,

'হচ্ছে না কোন এক কারণে। আমার কাছে মনে হয় একবার পারলে জিনিসটা সহজ হত। শুরুটা যেভাবে করেছিলাম, তাদের দেখে মনে হয়নি ওরা নার্ভাস ছিল।'
ওপেনিংয়ে লিটন এবং মিরাজ দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিলেও মিডল অর্ডার ব্যাটসম্যানেরা এই ম্যাচে হতাশ করেছেন। মুশফিক, মাহমুদুল্লাহ, মিথুনদের দেখে মনে হয়েছে যেন নার্ভাসনেস কাজ করছিল তাঁদের মধ্যে। আর সেই কারণেই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তাঁরা।
মাশরাফির বিশ্বাস মিডল অর্ডার ভাল করলে ২৬০-২৭০ রানও তোলা সম্ভব ছিল স্কোর বোর্ডে, তাঁর ভাষ্যমতে, 'মিডল অর্ডারে ওদের দেখে মনে হয়েছে, ওরা নার্ভাস ফিল করছে। চাপের মুখে থাকলে যেমন শট খেলে তেমন শট খেলছিল। ওইসময় উইকেটে দাঁড়িয়ে থাকলে ২৬০-২৭০ সহজেই কথা যেত।'
তবে হতাশ হওয়ার পক্ষে নন নড়াইল এক্সপ্রেস। এই মানসিক বিষাদগ্রস্ততা কাটাতে হলে একটি মাত্র টুর্নামেন্ট জিততে হবে বলে বিশ্বাস করেন তিনি। তেমনটি সম্ভব হলে ভবিষ্যতেও বড় টুর্নামেন্ট জয় করতে পারবে বাংলাদেশ জানিয়ে মাশরাফি বলেন, 'এখানে মানসিক ব্যাপার গুলো কাজ করে। এই বাঁধা পার করার জন্য একটা টুর্নামেন্ট জেতা খুব জরুরী। তাহলে হয়তো ভবিষ্যতে বড় বড় টুর্নামেন্ট জেতা সম্ভব হবে।'