promotional_ad

লিটনের আউট নিয়ে সন্দিহান স্টিভ রোডসও!

লিটন কুমার দাস, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


এশিয়া কাপের ফাইনালে দারুণ এক শতক হাঁকানো লিটন কুমার দাস কি আউট ছিলেন? এই প্রশ্নটি নিয়েই এখন চলছে নানা জল্পনা কল্পনা। এক পক্ষ হয়তো বলছে সেটি আউট ছিল, পরক্ষণেই আরেক পক্ষ এর বিরোধিতা করছে। তবে টাইগারদের ইংলিশ কোচ স্টিভ রোডস নিজেও নিশ্চিত নন লিটন কি আদতেই আউট ছিলেন কিনা।


শনিবার আরব আমিরাত থেকে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটনের এই আউট নিয়ে কোচ স্টিভ রোডস বলেছেন, 'এটা খুবই ক্লোজ ডিসিশন ছিল। আমি বলতে পারছি না, এটা আউট নাকি নট আউট ছিল। এটা খুবই কঠিন ছিল।'



promotional_ad

কুলদিপ যাদবের করা ৪১তম ওভারের শেষ বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন লিটন। পরবর্তীতে টিভি পর্দা দেখে খালি চোখে মনে হচ্ছিল লিটনের পা দাগের ওপরেই রয়েছে। কিন্তু এরপরেও আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার রড টাকার।


অবশ্য লিটনের আউট প্রসঙ্গে ম্যাচ রেফারির সাথেও কথা বলেছিলেন রোডস। তাঁর দেয়া তথ্যমতে দায়িত্বরত চার আম্পায়ারই নাকি নিশ্চিত ছিলেন এই আউটের ব্যাপারে। এই প্রসঙ্গে ইংলিশম্যান রোডস বলেন,


'ম্যাচ শেষে ম্যাচ রেফারির সাথে কথা বলেছি আমি। তিনি বলেছেন, চার জন আম্পায়ারই নিশ্চিত ছিল, দাগের ভেতরে কিছু ছিলনা। যদি পা দাগে থাকে তাহলে তুমি আউট। এটা বিতর্কিত ছিল।'



তবে যত বিতর্কই হোক না কেন সামনে এগিয়ে যাওয়াটাকেই এখন মুখ্য বলে মানছেন টাইগার কোচ। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য, 'ক্রিকেটে এইসব মেনে নিতেই হবে এবং সামনে এগোতে হবে। সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের সেরা ব্যাটসম্যান ক্রিজে ছিল তখন।'


রোডস আরও যোগ করেন,  'সে আউট হয়েছে, এতে আমি হতাশ। তবে সিদ্ধান্তটা কঠিন ছিল। ক্রিকেটে আপনি মেনে নিতে শিখেন, একদিন আপনার পক্ষে যাবে, আরেকদিন আপনার বিপক্ষে। সেদিন ফাইনাল ম্যাচে আমাদের হয়ে সেঞ্চুরি করা ব্যাটসম্যান আউট হয়েছে, বলতেই হয় সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball