promotional_ad

সেই শেওয়াগ, এই শেওয়াগ

বীরেন্দ্র শেওয়াগ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়ার শ্রেষ্ঠত্বের তকমা পাওয়ার দৌড়ে আর মাত্র একটি ধাপ পার করতে হবে টাইগারদের। তবে এর আগেই বিশ্ব ক্রিকেটের অনেক রথী মহারথীদের বন্দনায় সিক্ত হয়েছে তারা।


এই তালিকায় আছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ। একটা সময় বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা এই শেওয়াগই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন,   



promotional_ad

'কেউই আন্ডারডগ নয়। এমনকি সমর্থকরা যেমনটা চাইবে তেমনটাও সবসময় ঘটে না। তাদের অধিকাংশই অনুমান করেছিল এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত এবং পাকিস্তান। কিন্তু বাংলাদেশ আজ ছিল সত্যিকার অর্থেই দুর্দান্ত। পাঁচ 'এম' মুশফিক, মিথুন, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ এবং মিরাজ দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। আর দুর্ভাগ্য পাকিস্তানের।'


অথচ এর আগে ২০১০ সালে এই শেহওয়াগই বাংলাদেশকে টেস্টে একটি 'অর্ডিনারি' দল হিসেবে আখ্যা দিয়েছিলেন। সেবার বাংলাদেশ সফরে এসে তিনি জানিয়েছিলেন ভারতের ২০টি উইকেট নেয়ার সামর্থ্য নাকি নেই টাইগারদের। 


'বাংলাদেশ একটি অর্ডিনারি দল তারা ভারতকে হারাতে পারবে না কারণ তারা ২০টি উইকেট নিতে পারবে না', শেহওয়াগের এই বক্তব্য তখন ঝড় তুলেছিল গোটা মিডিয়া পাড়াতেই। অবশ্য তাঁর এই বক্তব্য অনেকটা পোয়াবারোই হয়েছিল বাংলাদেশের জন্য। কেননা চট্টগ্রামে অনুষ্ঠিত সেই টেস্টে ভারত ১১৩ রানের জয় পেলেও দুই ইনিংস মিলিয়ে ১৮ উইকেট হারাতে হয়েছিল তাদের।'



শেহওয়াগের সেই 'অর্ডিনারি' দলটিই ২০১৫ সালে ভারতকে ওয়ানডে সিরিজে পরাস্ত করেছিল দুর্দান্তভাবে। এবার সেই ভারতের কাছ থেকেই এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেয়ার অপেক্ষায় মাশরাফির দল। 


২০১৬ সালে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ টাইগাররা তা পারবে কিনা সেটি অবশ্য সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত তারা যে পারফর্মেন্স দেখিয়েছে তাতে গোটা ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করে নেয়ার যথেষ্ট। মাশরাফিদের মূল প্রাপ্তি তো এটাই! 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball