promotional_ad

ফাইনালের চিন্তাধারার পরিবর্তক বাংলাদেশ- গাভাস্কার

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকে ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা ধরে নিয়েছিলেন টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত এবং পাকিস্তান। কিন্তু তাদের সেই প্রত্যাশা গুঁড়ে বালি হয়েছে বাংলাদেশ ফাইনালে ওঠায়। তবে এক্ষেত্রে ঘোরতর আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার।


তাঁর মতে উপমহাদেশে খেলা মানেই যে ভারত এবং পাকিস্তান ফাইনাল দেখবে ক্রিকেট বিশ্ব এমনটা ভাবা একেবারেই ঠিক নয়। তার থেকেও বড় কথা হল যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলছে টাইগাররা বলে বিশ্বাস করেন তিনি,  



promotional_ad

'এখানেই আমরা ভুল করে আসছি। উপমহাদেশে খেলা হচ্ছে আর আমরা ধরে নিচ্ছি ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু বাংলাদেশ বেশ ভাল ক্রিকেট খেলছে সাম্প্রতিক সময়ে। আর বাংলাদেশের সমর্থক গোষ্ঠী যথেষ্ট বৃহৎ। তাঁরা যেভাবে খেলেছে, সেই হিসেবে ফাইনালে যোগ্য দল হিসেবেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ,' বলেছেন এই কিংবদন্তী। 


পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল ম্যাচে মাত্র ২৩৯ রান সংগ্রহ করেও ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফি বাহিনী। আর এর পেছনে মূল ভূমিকা রেখেছিলেন দলের বোলাররা।


পাশাপাশি ব্যাট হাতে দলের মিডল অর্ডার আবারও ভাল করেছিল। এবার ভারতের বিপক্ষেও দারুণ একটি ফাইনাল উপহার দিবে বাংলাদেশ বলে বিশ্বাস করেন গাভাস্কার। মাশরাফিদের হালকাভাবে নিলে ভারতের পরিণতি কি হতে পারে সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন,  



'ব্যাটিং ভাল হচ্ছে তাদের (বাংলাদেশ), পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের মত ম্যাচে তাদের বোলাররা খুবই ভাল বল করেছে। সব মিলিয়ে ফাইনাল ম্যাচটি ফাইনালের মতই হবে। যদি ভারত বাংলাদেশকে হালকা ভাবে নেয়, তাহলে তাদের জন্যও চমক অপেক্ষা করতে পারে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball