রোহিতের প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ
ছবি: নিদাহাস ট্রফির ফাইনালে রোহিত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশ দল সবসময়ই পছন্দ ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার। বাংলাদেশের বিপক্ষে যখনই খেলতে নামেন রোহিত, তখনই যেন রুদ্রমূর্তি ধারণ করেন তিনি।
এখন পর্যন্ত বাংলাদেশ দলের বিপক্ষে খেলেছেন ১১ টি ওয়ানডে, যেখানে ৫৬.৪৪ গড়ে ৯০ এর বেশি স্ট্রাইক রেটে ৫০৮ রান করেছেন তিনি। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি আছে দুটি করে, ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন দুবার!

তাও সাধারণ কোনো ম্যাচে ম্যাচ সেরা হননি রোহিত! ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতকে জেতাতে ১২৬ বলে ১৩৭ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলেন রোহিত। সেই ম্যাচেই হয়েছিলেন ম্যাচ সেরা।
আর আরেকবার ম্যাচ সেরা হয়েছিলেন গত বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। সেই ম্যাচে রোহিতের ১২৯ বলে অপরাজিত ১২৩ রানের কল্যাণেই নয় উইকেটে জয় পেয়েছিল ভারত।
অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে দুটি বড় পর্যায়ের ম্যাচে প্রায় একাই দলকে ম্যাচ জিতিয়েছেন রোহিত। শুক্রবারের এশিয়া কাপ ফাইনালেও বাংলাদেশের জন্য বড় মাপের হুমকি হয়ে থাকবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে চলতি বছরেও নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটে ঝড় তুলেছিলেন রোহিত। সেই ম্যাচেও ৪২ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। যদিও তা ছিল টি-টুয়েন্টি ফরম্যাটে, কিন্তু বাংলাদেশকে পেলে যে রোহিত জ্বলে উঠেন তা বলার আর অপেক্ষা নেই!
রোহিতকে সমীহ করার আরো কারণও আছে বাংলাদেশের। আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১৩৪.৫০ গড়ে রোহিত করেছেন ২৬৯ রান। চলমান আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।