promotional_ad

পাকিস্তানের নাম শুনে ভয় পেত এই বাংলাদেশ- আজমল

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একটা সময় ছিল যখন পাকিস্তানের বিপক্ষে খেলার আগে পরাজয় ধরে নিয়েই মাঠে নামতো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই দিন অনেক আগেই অতীত হয়ে গিয়েছে।


বর্তমানে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রমাণ করেছে একটি অকুতোভয় দল হিসেবেই। এশিয়া কাপের সেমিফাইনালে বুধবার পাকিস্তানকে হারিয়ে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র বিশ্বদরবারের কাছে আরও একবার তুলে ধরেছে টাইগাররা।


৩৭ রানের এই জয়ের পর এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। নিজ দলের এরূপ দুর্দশায় বেশ হতাশ পাকিস্তানি স্পিনার সাইদ আজমল। পুরনো দিনের বাংলাদেশ দলের কথা তুলে ধরে আক্ষেপ করে তিনি বলেন, 



promotional_ad

'এটাই সেই দল, যারা পাকিস্তানের নাম শুনলে ভয় পেত, এমনকি তারা পাকিস্তানের নাম শুনে খেলার আগেই অনেকটা হেরে যেত। সেই দলটির বোলাররাই এখন আমাদের চোখ রাঙ্গানি দিচ্ছে, আমাদের বাঁধা দিচ্ছে। এটাই এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে।' 


১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বপ্রথম পাকিস্তানকে এই ফরম্যাটে পরাজিত করেছিল টাইগাররা। এরপর ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে ৩-০ তে ওয়ানডে সিরিজে পরাজিত হয় পাকিস্তান। আর সেই দলটিতে ছিলেন ৪০ বছর বয়সী আজমলও। 


এবার এশিয়া কাপেও বাংলাদেশের কাছে একই পরিণতি বরণ করে নিতে হল পাকিস্তানিদের। ফলে স্বাভাবিকভাবেই আক্ষেপে পুড়ছেন এই স্পিনার। 


উল্লেখ্য এখন পর্যন্ত এশিয়া কাপে তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করেছিল তারা।



এরপর সুপার ফোরে আফগানিস্তান এবং পাকিস্তানকে গতকাল হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফির দল। এবার শিরোপা জয়ের মিশনে শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball