promotional_ad

রোহিত-শেহজাদকে ছাড়িয়ে মুশফিক

মুশফিকুর রহিম
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে আছেন টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল ম্যাচে দারুণ একটি শতক হাঁকিয়ে ​​​​​​টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে উঠে এসেছেন তিনি। 


এবারের এশিয়া কাপে চারটি ম্যাচে (চলমান ম্যাচ সহ) ৯২.৬৬ গড়ে মুশফিকের সংগ্রহ মোট ২৭৮* রান (প্রতিবেদনটি লিখার সময়ে মুশফিক ব্যাট করছেন ৮৭ রানে)। যেখানে রয়েছে একটি শতক এবং একটি অর্ধশতক। তালিকার শীর্ষস্থানে থাকা শিখর ধাওয়ানের সংগ্রহ ৩২৭ রান।



promotional_ad

ধাওয়ানের শতক দুইটি, অর্ধশতক নেই! গড় ৮১.৭৫। তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৩৪.৫০ গড়ে শর্মা করেছেন ২৬৯ রান। চার ইনিংসে শর্মার শতক একটি, অর্ধশতক দুইটি।


এরপরেই আছেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। ৫৩.৬০ গড়ে একটি শতক ও সমান অর্ধশতকে তিনি করেছেন ২৬৮ রান। আসরে তাঁর ম্যাচ সংখ্যা পাঁচটি। সমান ম্যাচ খেলে তালিকার পঞ্চম স্থানে আছেন হাশমতউল্লাহ শহিদি।


তিনটি অর্ধশতকে এবং ৬৫.৭৫ গড়ে তিনি করেছেন ২৬৩ রান। তালিকায় দশ নম্বর স্থানে আছেন টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। পাঁচটি ইনিংসে দুইটি অর্ধশতকে তিনি করেছেন ১৩৫ রান (গড় ২৭.০০)।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball