promotional_ad

দুই মেরুতে বাংলাদেশের ব্যাটিং অর্ডার

ছবিঃ ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান এশিয়া কাপে ইনিংসের প্রথম পাওয়ার প্লে'তে (দশ ওভার) বাংলাদেশ দলের পারফর্মেন্স হতাশাজনক। নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকাতে শুরুর উইকেট পতন থামাতেই পারছে না বাংলাদেশ।


গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথম দশ ওভারে বাংলাদেশ করেছিল দুই উইকেট হারিয়ে ২৪ রান। এরপরে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা দুই উইকেট হারিয়ে ৩১ রান করেছিল প্রথম পাওয়ার প্লে'তে।


গ্রুপ পর্বের বাঁধা টপকানোর পরে সুপার ফোরে আবারো প্রথম পাওয়ার প্লে বিপর্যয়ে পরে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম দশ ওভারে টাইগাররা করেছিলো তিন উইকেটে ৪৪ রান।


তারপরের ম্যাচে আফগানদের বিপক্ষে আবারো ধ্বস (দুই উইকেটে ৩৪ রান)। আর এরপরে পাকিস্তানের বিপক্ষেও প্রথম দশ ওভারে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে ২৭ রান।



promotional_ad

অর্থাৎ, এখন পর্যন্ত পুরো এশিয়া কাপেই ব্যর্থ টাইগার ওপেনাররা। তবে এমন অবস্থান থেকে ইতিবাচক কিছু থাকছে বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য। ওপেনিংয়ে ব্যর্থতার পরিচয় দেয়া দলটিরই মিডল অর্ডার (৪ থেকে ৭) বেশ স্থিতিশীলতার পরিচয় দিয়ে আসছে আসলে গত বছর থেকে। 


পরিসংখ্যান বলছে এমন কথাই। 


২০১৭ সাল থেকে এখন পর্যন্ত মিডল অর্ডারে রান তোলার দিক থেকে সবার ওপরেও অবস্থান করছে বাংলাদেশ, ৪৫ শতাংশ রান করেছে দলটির মিডল অর্ডার ব্যাটসম্যানরা। 


এই 


তালিকাটির দ্বিতীয়তে আছে নিউজিল্যান্ড (৪৪.৭)। এরপর যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। ৪৪.৬ শতাংশ রান পেয়েছে উইন্ডিজদের মিডল অর্ডার। অপরদিকে ৪৩.৩ শ্রীলঙ্কা এবং ৪০.৮ শতাংশ রান পেয়েছে ইংলিশরা। 



উল্লেখ্য এশিয়া কাপের এবারের আসরে কখনও মুশফিক, কখনও মাহমুদুল্লাহ আবার কখনও মিথুনকে মিডল অর্ডারে হাল ধরতে দেখা গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুশফিক এবং মিথুনের ব্যাট থেকে মিডল অর্ডারে রান এসেছিল ১৩৩ রান।


সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতেও সফল ছিল টাইগার মিডল অর্ডার। এই ম্যাচে জোড়া অর্ধশতক এসেছিল মাহমুদুল্লাহ এবং ইমরুল কায়েসের ব্যাট থেকে। চলমান ম্যাচেও এখন পর্যন্ত ফিফটির দেখা পেয়েছেন মুশফিক-মিথুনরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball