promotional_ad

দুই স্তম্ভহীন বাংলাদেশ দল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 ||ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে আজ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের আজকের (বুধবার) একাদশে নেই ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


হাতের ইনজুরির কারণে আগেই শেষ হয়ে গিয়েছিল তামিমের এশিয়া কাপ স্বপ্ন। ইনজুরি নিয়ে খেলছিলেন সাকিব, তবে শেষমেশ পাকিস্তানের বিপক্ষে আসরের অঘোষিত সেমিফাইনালে খেলছেন না তিনি।


পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে একটু বেশিই অনুভব হবে এই দুইজনের অভাব। কারণ বরাবরই পাকিস্তানের সাথে মুখোমুখি দেখায় দুর্দান্ত পারফর্মেন্স করে গেছেন তামিম এবং সাকিব। 



promotional_ad

তামিম ওয়ানডে ফরম্যাটে ১৬ টি ইনিংসে ব্যাটিং করেছেন পাকিস্তানের বিপক্ষে। ৪৫ গড়ে সংগ্রহ করেছেন ৬৭৬ রান। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে তুলে নিয়েছেন দুটি শতক এবং পাঁচটি অর্ধশতক। ম্যাচ সেরা হয়েছেন একবার। আবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরষ্কারও আছে তামিমের।


এছাড়া পাকিস্তানের বিপক্ষে সাকিবের পারফর্মেন্সও ছিল দারুণ। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৪ ইনিংসে (১৫ ম্যাচে) ৪০.৭৫ গড়ে ৪৮৯ রান করেছেন তিনি। একটি শতকের পাশাপাশি তিনটি অর্ধশতক আছে তাঁর।


ম্যাচ সেরাও হয়েছেন একবার। এছাড়া বল হাতে সাকিবকে এই ম্যাচে আরও বেশি মিস করবে বাংলাদেশ। ৪.৪৯ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২১ টি। সিরিজ সেরাও হয়েছেন একবার। 


স্বভাবতই এশিয়া কাপের সেমিফাইনাল খ্যাত এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেশ সেরা ওপেনার তামিমের অভাব অনুভব করবে সবাই। আর পুরো ম্যাচে ব্যাটে বলে সাকিবের অভাব তো অবশ্যই থাকবে।



        



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball