আজই কোহলি, ধোনিদের ছাড়াবেন মুশফিক?

ছবি: মুশফিকুর রহিম

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামার আগে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনি এবং রান মেশিন খ্যাত ভিরাট কোহলিকে টপকে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুশফিকুর রহিম।
আবুধাবির মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ব্যাট হাতে আর মাত্র ১৮ রান করতে পারলেই ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে রানের দিক থেকে ধোনিকে ছাড়িয়ে যাবেন মুশফিক। আর ১৯ রান করতে পারলে কোহলিকেও ছাড়িয়ে যাবেন তিনি।
বর্তমানে ১৯টি এশিয়া কাপের ম্যাচে মুশফিকের রান ৫৯৫। অপরদিকে ১৮টি ম্যাচে ধোনির সংগ্রহ ৬১২ রান। ১১ ম্যাচে ৬১৩ রান নিয়ে ঠিক এর আগের স্থানে আছেন কোহলি।
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন সানাথ জয়সুরিয়া। মোট ২৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ১২২০ রান। তালিকার পাঁচ নম্বর পর্যন্ত আছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা (১০৭৫), শচীন টেন্ডুলকার (৯৭১), শোয়েব মালিক (৭৫৬) এবং অর্জুনা রানাতুঙ্গা (৭৪১ রান)।
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক-
১। সানাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ২৫ ম্যাচে ১২২০

২। কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ১০৭৫
৩। শচীন টেন্ডুলকার (ভারত)- ২৩ ম্যাচে ৯৭১
৪। শোয়েব মালিক (পাকিস্তান)- ১৬ ম্যাচে ৭৫৬
৫। অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলঙ্কা)- ১৯ ম্যাচে ৭৪১
৬। রোহিত শর্মা (ভারত)- ২১ ম্যাচে ৬৯৭
৭। মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ২৮ ম্যাচে ৬৭৪
৮। অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ৬৪৫
৯। মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)- ১৩ ম্যাচে ৬৪২
১০। ভিরাট কোহলি (ভারত)- ১১ ম্যাচে ৬১৩
১১। মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ১৮ ম্যাচে ৬১২
১২। মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ১৯টি ম্যাচে ৫৯৫ রান