promotional_ad

ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়ছেন ম্যাথিউস?

অ্যাঞ্জেলো ম্যাথিউস, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাত্র একদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অব্যাহতি দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।


আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকেও তাঁকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।


শতভাগ ফিট না থাকার কারণেই ওয়ানডে স্কোয়াডে ম্যাথিউসকে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা। এখন পর্যন্ত যদিও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি এসএলসি।


তবে জানা গেছে দেশটির ক্রীড়া মন্ত্রীর কাছে এরই মধ্যে স্কোয়াড নির্ধারণ করে পাঠানো হয়েছে যেখানে নেই ম্যাথিউসের নাম।



promotional_ad

অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হওয়ায় এখনও কিছুটা আশা রয়েছে সদ্য সাবেক এই অধিনায়কের। যদিও এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে নির্ভর করছে নির্বাচকদের ওপর। 


এর আগে শুক্রবার কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং নির্বাচকদের সাথে একটি মিটিংয়ে বসেছিলেন ম্যাথিউস।


সেই মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল তাঁর ইনজুরি ইস্যু। সেই মিটিংয়েই এশিয়া কাপের ব্যর্থতার দায়ে ম্যাথিউসকে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছিল।


পরবর্তীতে নতুন লঙ্কান অধিনায়ক হিসেবে দীনেশ চান্দিমালের নাম ঘোষণা করে এসএলসি। এরপর নিজেকে 'বলির পাঁঠা' বানানো হয়েছে অভিযোগ করে বোর্ড বরাবর চিঠি পাঠান ম্যাথিউস। সেই চিঠিতে ম্যাথিউস লিখেছেন, 


‘এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার খারাপ পারফর্মেন্সের জন্য আমাকেই শুধু বলির পাঁঠা বানানো হয়েছে। আমি দোষ মাথায় নিতে রাজি আছি, কিন্তু আমার নিজেকে প্রতারিত এবং নিচু মনে হচ্ছে যেন সকল কিছুর জন্য আমিই দায়ী। আপনারা জানেন যে সকল সিদ্ধান্তই নেয়া হয়েছে নির্বাচক এবং প্রধান কোচের সাথে সমঝোতার পরে।'



দলের প্রয়োজন না থাকলে ওয়ানডে এবং টি টুয়েন্টি ফরম্যাট থেকে অবসরও নিয়ে ফেলবেন বলে লিখেছিলেন ম্যাথিউস, 


'যদি নির্বাচকেরা এবং কোচ মনে করেন যে আমি ওয়ানডে এবং টি টুয়েন্টির জন্য ফিট নই এবং পুরো দলের জন্যই আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি ওয়ানডে এবং টি টুয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা বিবেচিনা করব যেহেতু আমি দলের জন্য কোন বাঁধা হয়ে দাঁড়াতে চাই না।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball