promotional_ad

নতুন ফরম্যাটের এনসিএল আশা যোগাচ্ছে সানিকে

আরাফাত সানি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||


জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ২০তম আসর শুরু হতে যাচ্ছে আগামী মাসেই। আর এবারই প্রথমবারের মতো নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এনসিএলের ম্যাচ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ইনিংসের দৈর্ঘ্য নির্ধারণ করে দেয়া হয়েছে ১২০ ওভার পর্যন্ত। অর্থাৎ প্রতিটি দলই এই নির্ধারিত ওভারের বেশি ব্যাটিং করতে পারবে না।


মূলত এনসিএলকে আরও বেশি প্রতিযোগিতা পূর্ণ করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগের আসরগুলোতে দেখা গিয়েছে ভাল দলগুলো ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করে যেত। ফলে ম্যাচগুলো হয়ে উঠতো একঘেয়ে। পাশাপাশি প্রতিযোগিতার ছিটেফোঁটাও দেখা যেত না সেখানে।



promotional_ad

এই কারণে এনসিএলকে অনেকেই পিকনিক ক্রিকেট হিসেবে আখ্যা দিয়েছিলেন। এবার বিসিবির নেয়া উদ্যোগে সেই সমস্যা নিরসন হতে যাচ্ছে বলেই আশা করা যাচ্ছে। জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা স্পিনার আরাফাত সানি নিজেও মনে করছেন এই নতুন নিয়মে উপকৃত হবে দেশের ক্রিকেট। টুর্নামেন্টে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে এতে বলে বিশ্বাস করেন তিনিও,  


'এতে উপকার হবে অবশ্যই। কারণ অনেক সময় দেখা যায় একটা দল ব্যাট করছে তো করছেই। দেখা যাবে একটা দল, বিশেষ করে দুর্বল দল যারা আছে। তাঁরা দেখা যায় সারাদিন বল করে। এটা হলে প্রতিযোগিতাটা আরও বেড়ে যাবে। ব্যাটসম্যানের উইকেটে টিকে যাওয়ার পর রান করার তাড়না বেড়ে যাবে,' বলেছেন সানি। 


ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের জন্যও এই নিয়ম কার্যকরী হবে বলে ধারণা করেন ঢাকা মেট্রোর এই স্পিনার। তাঁর ভাষ্যমতে, 'এই নিয়মটি বোলারদের জন্যও ইতিবাচক হবে। কারণ অনেক সময় উইকেট একদম ব্যাটিং সহায়ক হয়। এই নিয়মে একটা সময় পর ব্যাটসম্যানকে দ্রুত রান নিতেই হবে। আর আমাদের উইকেট নেয়ার সুযোগটা বেড়ে যাবে।'



জাতীয় দলে সর্বশেষ ২০১৬ সালে খেলেছিলেন সানি। আবারও জাতীয় দলের রাডারে আসার চিন্তা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন বর্তমানে এনসিএল নিয়েই সকল ধ্যান ধারণা তাঁর।এনসিএলে এবার নিজের লক্ষ্যমাত্রা নিয়ে সানি বলেন, 


'আমি যখনই যেই টুর্নামেন্ট খেলি না কেন, তখন সেটা নিয়েই চিন্তা করি। এখন আমার মূল লক্ষ্য থাকে জাতীয় লীগ নিয়েই। আমার কাজ পারফর্ম করা। দলে কে আসবে কে আসবে না এটা বোর্ডের ব্যাপার, নির্বাচকদের ব্যাপার। আমার কাজ পারফর্ম করা, আমি সেদিকেই মনোযোগ দিচ্ছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball