promotional_ad

টুইটারে মুস্তাফিজ! মুস্তাফিজ!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয়ের জন্য দরকার ৮ রান। উইকেটে রাশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি। ২৪ রান করে অপরাজিত শেনওয়ারি ইতিমধ্যে ওভার বাউন্ডারির দেখা পেয়েছিল। আর সদ্য ক্রিজে আসা রাশিদ খান তো বাংলাদেশের বিপক্ষে শেষ দেখায় ডেথ ওভারে বাংলাদেশি বোলারদের বেধরক পিটিয়েছে।


আর আধুনিক ক্রিকেটের এই যুগে ছয় বলে ৮ রান, হাতে আছে তিন উইকেট। এমন অবস্থায় অধিকাংশই ব্যাটসম্যানদের হয়ে বাজি ধরবে। কিন্তু ভিন্ন চিন্তা মুস্তাফিজের মনে। পায়ের পেশিতে টান পড়েছে, ফুল লেন্থে বল করতে পারছেন না। 


উপায় একটাই, লেন্থ বল করতে হবে। শরীর পক্ষে কথা বলছিল না, কিন্তু তবুও দলের জন্য জয় ছিনিয়ে আনার দৃঢ় প্রচেষ্টা তাঁর চোখে মুখে, যা প্রতিফলিত হল শেষ ওভারে এসে। 



promotional_ad

প্রথম বলে দুই রান নেয়ার পরের বলেই কাটারে পরাস্ত রাশিদ। ঠিক পরের বলে রাশিদের আউটে প্রান্ত বদল করা শেনওয়ারির ব্যাট থেকে আরও এক রান, সদ্য ক্রিজে আসা গুলবাদিন নাইব, তিনি ক্রিজে এসে পড়লেন মুস্তাফিজের কাটারের মুখে।


ওভারের চতুর্থ ও পঞ্চম বল খেলে মাত্র ১ রান আদায় করতে পারলেন তিনি। শেষ বলে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৪ রানের। স্ট্রাইকে থাকা শেনওয়ারিকে ব্যাটে বলে সংযোগ করতেই হত। কিন্তু লেন্থ থেকে লাফিয়ে ওঠা কাটারে পরাস্ত হন এই আফগান ব্যাটসম্যান, সেই সাথে স্বপ্নের এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে আসগার আফগানের দল।


উত্তেজনায় ভরা শেষ ছয় বলের লড়াইটা অবশ্য মুস্তাফিজই জিতেছে। মাত্র ৮ রান রক্ষা করে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। স্বভাবতই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজ বন্দনার স্রোত বয়ে চলছে।


স্রোতে গা ভাসিয়ে মুস্তাফিজকে স্মরণ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স। টুইটারে মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে লিখেছে, 'মুস্তাফিজ শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করেছে, বাংলাদেশকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে সে।'



জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর টুইটারে টানটান উত্তেজনার এই ম্যাচের শেষ মুহূর্ত নিয়ে লিখেছে, 'শেষ বলে চার রান দরকার ছিল, শেনওয়ারি ব্যাট ঘুরাল এবং তাঁর হাত ফসকে গেল ব্যাট! মুস্তাফিজ করে দেখিয়েছে, বাংলাদেশের হয়ে। আরেকটি উত্তেজনায় ভরা ম্যাচ হয়ে গেল, যেখানে ফের আফগানিস্তানকেই হারতে হল।'


আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকউইজের সাংবাদিক বেন জনস তাঁর টুইটারে মুস্তাফিজের পারফর্মেন্সের প্রশংসা করে লিখেছেন, 'ওয়ানডেতে মুস্তাফিজ আজই সবচেয়ে কম রান দিয়েছে। দল ছিটকে পড়ছে টুর্নামেন্ট থেকে, পায়ে পেশির টান নিয়ে আজ সে যা করে দেখাল, তা এক কথায় অসাধারণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball