আফগানদের কণ্ঠেও মুস্তাফিজের জয়জয়কার

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারে এসে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের টানা দ্বিতীয় ম্যাচটি হারল আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল শোয়েব মালিকের অভিজ্ঞতার কাছে। এবার মুস্তাফিজুর রহমানের ধ্রুপদী ডেথ বোলিংয়ে ম্যাচ হারল আফগানিস্তান।
ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানের প্রশংসা করতে ভুল করেননি আফগান দলের অধিনায়ক আসগর আফগান। শেষ ওভারে আফগানরা আট রান তুলতে না পারায় টাইগার বোলার মুস্তাফিজকেই কৃতিত্ব দিচ্ছেন আসগর।

পুরস্কার বিতরণীতে জানান, 'বাংলাদেশকে অভিনন্দন। খেলাটি বিষাদের ছিল। ৬ বলে ৮ রান কঠিন ছিল না, কারণ রশিদ, নবী, শেনওয়ারি এটি করতে পারত। তবে আমি মুস্তাফিজকে কৃতিত্ব দিব, সে তাঁর বোলিংয়ের বৈচিত্র দেখিয়েছে।’
তবে এশিয়া কাপের স্বপ্ন শেষ হলেও দারুন আশা জাগানিয়া ক্রিকেট উপহার দিয়ে মানুষের অন্তর জয় করেছে আফগানিস্তান। গ্রুপ পর্বের দুটি ম্যাচে জয় পেলেও সুপার ফোরে আর পাত্তা পায়নি তারা। এই বিষয়ে আক্ষেপ আছে আফগান দলপতির।
'সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল। আমরা আবারও শেষ ওভারে পরাজিত হলাম। আবারও ব্যাটসম্যানেরা শেষের দিকে বড় শট খেলার চেষ্টা করেছে যেটি কাজ করেনি। আমরা অনেক কিছু শিখেছি, কারণ আমরা আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর সাথে খেলছি।’
আসরে নিজেদের শেষম্যাচ ভারতের সাথে খেলবে আফগানিস্তান। ভারত আগেই ফাইনাল নিশ্চিত করায় এবং আফগানরা বাংলাদেশের সঙ্গে হেরে বাদ পরায় ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার।