promotional_ad

অপুর স্মরণীয় মুহূর্ত

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ এশিয়া কাপে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। যার টি-টুয়েন্টি ফরম্যাটে দেশের রঙিন পোশাকে অভিষেক হয়েছিল ২০১৮ সালেই। এবার ওয়ানডে ফরম্যাটে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।


সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন এই বাঁহাতি স্পিনার। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজে টি-টুয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো খেলা এই বোলার দলের সাথে ছিলেন নিয়মিত।


promotional_ad

দেরাদুনে খেলছেন আফগানিস্তানের বিপক্ষে। এরপর দলের সাথে উড়ে গিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। নিয়মিত উইকেট না পেলেও কিপটে বোলিং করতে বেশ পটু এই স্পিনার। কিভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রানের চাপে ফেলতে ভালই জানেন অপু।


সাকিব আল হাসানের অধীনে ইতিমধ্যে খেলছেন ১৩টি ম্যাচ। যেখানে ৬.৮৮ ইকোনমিতে নিয়েছেন আটটি উইকেট। এবার সুযোগ এসেছে জাতীয় দলে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বের অধীনে খেলার।


যদিও এর আগেও মাশরাফির দলে খেলেছিলেন অপু। ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে বল হাতে মুগ্ধতা ছড়িয়েছিলেন এই স্পিনার। সেবার ১১ টি ম্যাচ খেলে তুলে নেন ১২ টি উইকেট।


সামর্থ্যের পরিচয় দিয়ে নির্বাচকদের নজরে এসেছেন। জায়গা পেয়েছেন টি-টুয়েন্টি দলে। দেশের হয়ে দুর্দান্ত খেলছেন এই ফরম্যাটে। এবার এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়ে এসেছে আরব আমিরাতে।


অপেক্ষায় ছিলেন ওয়ানডে ফরম্যাটে নিজের প্রতিভার জানান দিতে। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা পেলেন একাদশে। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে নিজের বোলিংয়ের ধাঁর দেখাবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball