promotional_ad

টাইগারদের বিপক্ষে সতর্ক আফগান কোচ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের এশিয়া কাপের শুরুটা দারুণ করেছিল আফগানিস্তান। শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে সুপার ফোর মিশন শুরু করেছিল তারা।


তবে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে পরাজিত হয়ে ছন্দ পতন ঘটে আফগান শিবিরে। অবশ্য এতেও খুব একটা হতাশ হওয়ার কারণ নেই তাদের।


কারণ আফগানদের হাতে এখনও রয়েছে দুটি ম্যাচ যেখানে তাঁদের প্রতিপক্ষ বাংলাদেশ এবং ভারত। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে আগামীকালই মাঠে নামছে তারা।



promotional_ad

বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী আফগান কোচ ফিল সিমন্স। এই ম্যাচটিকে বেশ গুরুত্বসহকারে নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি,  


'এটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ খেলা এবং অবশ্যই আমাদের জন্য গর্বের। আমরা এই ম্যাচটি গুরুত্ব সহকারে নিচ্ছি যেমনটি আমরা নিয়েছিলাম গত ম্যাচটিকে', বলেন সাবেক এই উইন্ডিজ ক্রিকেটার। 


উল্লেখ্য এই আফগানিস্তানের কাছেই ১৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট এবং বল হাতে পার্থক্য গড়ে দিয়েছিলেন ২০ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খান। 


বাংলাদেশ স্কোয়াড-



লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, সৌম্য সরকার, ইমরুল কায়েস। 


আফগানিস্তান স্কোয়াড-


মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, আসগর আফগান (অধিনায়ক), জাভেদ আহমদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশীদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুনির আহমদ, সৈয়দ শিরজাদ, শরফুদ্দীন আশরাফ, ওয়াফাদার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball