সূচি বদলের ব্যাখ্যা চেয়ে এসিসিকে বিসিবির চিঠি

ছবি: নাজমুল হাসান পাপন

|| ডেস্ক রিপোর্ট ||
টুর্নামেন্টের মাঝপথে এশিয়া কাপের শেষ চারের সূচি বদলে গেছে। বাংলাদেশকে গ্রুপের দ্বিতীয় করে দিয়ে সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি বদলানোর কারণ ব্যাখ্যা চেয়ে এসিসির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘এখানে দুটো জিনিস আছে। প্রথম কথা হচ্ছে আমরা লিখিত ব্যাখ্যা ইতিমধ্যে চেয়েছি। কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে, যা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব আগেও ছিল না, এখনো নেই। ওই যে চ্যাম্পিয়ন, রানার্সআপ। বি-১, বি-২ এসব কিছুই না। সেমিফাইনাল হলে একটা কথা ছিল চ্যাম্পিয়ন, রানার্সআপ। ’

এশিয়া কাপের এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে মোট ছয় দল। গ্রুপ সেরা ও দ্বিতীয় হওয়ার উপর নির্ভর করছিল সুপার ফোরের সূচি। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ভারত (এ-১) ও আফগানিস্তানকে (বি-১) গ্রুপ চ্যাম্পিয়ন করে সূচি চূড়ান্ত করে ফেলে এসিসি।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ-আফগানিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে পড়েছে গুরুত্বহীন। মূলত ভারতের চাওয়াতেই এই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি ও পাক অধিনায়ক সরফরাজ।
সূচি ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে পাপন জানিয়েছেন, ‘শুধু আমাদের জন্য না প্রত্যেকটা দলের জন্য। সেজন্য যেহেতু চার দল চূড়ান্ত হয়ে গেছে, পাকিস্তান (আসলে ভারত) এবং ওমানের (আসলে হংকং) খেলার পর। তখন কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে, এখন আমরা সূচিটা দিয়ে দিতে পারি, যা সকলের জন্য ভাল হবে। সকলেই চেয়েছে সূচি দিয়ে দিয়েছে। লিগ খেলা সবার সঙ্গে সবাইকে খেলতে হবে।’
ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভাপতি হিসেবে বার্ষিক সভার পরই দায়িত্ব নেবেন নাজমুল হাসান। তিনি জানিয়েছেন সংগঠনটিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, ‘এসিসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রিকেট এশিয়াতেই সবচেয়ে বড় বাজার, দর্শক। কিভাবে এসিসিকে শক্তিশালী করা যায় এ নিয়েও কথা হয়েছে। বিভেদ থাকলে দুর্বল হয়ে যাবো।’