অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে হারাল ভারত

ছবি: হাসান আলী ও শিখর ধাওয়ান

|| ডেস্ক রিপোর্ট ||
বোলারদের দাপটের পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। পাকিস্তানে দেয়া ২৬৩ রানের লক্ষ্য ২১ ওভার বাকি থাকতেই পেরিয়ে যায় রোহিত শর্মার দল। এই জয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের শেষ চারে পৌঁছেছে ভারতীয়রা।
পাকিস্তানের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দলীয় ৮৬ রানে রোহিত শর্মা ৫২ রান করে শাদাব খানের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।
এর পরপরই ৪৬ রান করা ধাওয়ান ফাহিম আশরাফের শিকার হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে ভারত। বাকি সময়টা দেখে শুনে খেলে ভারতকে বড় জয় পাইয়ে দেন আম্বতি রাইডু ও দীনেশ কার্তিক।
রাইডু ৩১ ও কার্তিক সমান সংখ্যক রান করে অপরাজিত ছিলেন। এর আগে ভারতীয় বোলারদের তোপের মুখে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬২ রানে অল আউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভুবনেশ্বর-কেদাররা পাকিস্তানী ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি এই ম্যাচে।

এই ম্যাচের শুরুতে টসে জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।
তারা দলীয় ৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায়। ইমাম উল হক ২ ও কোনো রান করার আগেই ফিরেছেন ফখর জামান। এরপর তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন বাবর আজম ও শোয়েব মালিক।
বাবর ৪৭ করে আউট হয়েছেন। এর পরপরই ৬ রান করে ফিরে গেছেন পাক দলপতি সরফরাজ আহমেদ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন শোয়েব মালিক।
তিনি ৪৩ রান করে রান আউট হলে বিপদের মুখে পড়ে পাকিস্তান। এরপর আসিফ আলী ৯ রান করে আউট হলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দলটি। শেষ দিকে ফাহিম আশরাফ ২১ রান করে সাজঘরে ফিরেছেন।
মোহাম্মদ আমির ১৮ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে না পারায় ৪৩.১ ওভারে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৬২ রানে। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও কেদার যাদভ। ২ টি উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ। আর ১ টি উইকেট গেছে কুলদীপ যাদভের ঝুলিতে।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদর যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব।