অল্প রানেই গুটিয়ে গেল পাকিস্তান

ছবি: শোয়েব মালিক ও বাবর আজম

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় বোলারদের তোপের মুখে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬২ রানে অল আউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভুবনেশ্বর-কেদাররা পাকিস্তানী ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি এই ম্যাচে।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান।
তারা দলীয় ৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায়। ইমাম উল হক ২ ও কোনো রান করার আগেই ফিরেছেন ফখর জামান। এরপর তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন বাবর আজম ও শোয়েব মালিক।

বাবর ৪৭ করে আউট হয়েছেন। এর পরপরই ৬ রান করে ফিরে গেছেন পাক দলপতি সরফরাজ আহমেদ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন শোয়েব মালিক।
তিনি ৪৩ রান করে রান আউট হলে বিপদের মুখে পড়ে পাকিস্তান। এরপর আসিফ আলী ৯ রান করে আউট হলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দলটি। শেষ দিকে ফাহিম আশরাফ ২১ রান করে সাজঘরে ফিরেছেন।
মোহাম্মদ আমির ১৮ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে না পারায় ৪৩.১ ওভারে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৬২ রানে। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও কেদার যাদভ। ২ টি উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ। আর ১ টি উইকেট গেছে কুলদীপ যাদভের ঝুলিতে।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদর যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব।