promotional_ad

গুরুতর অসুস্থ হয়ে মাঠ ছাড়লেন হার্দিক

হার্দিকের মাঠ ছাড়ার মূহুর্ত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গুরুতর অসুস্থ হয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি করেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে কষ্ট করে শ্বাস নিতে দেখা যায়।


তার অবস্থা খুব একটা সুবিধার না হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। নিজের পঞ্চম ওভারের পঞ্চম ডেলিভারিটি করার পরই মাটিতে পড়ে যান হার্দিক। তার পর পরই তার কাছে ছুটে আসেন সতীর্থ্যরা।


promotional_ad

ডাগ আউট থেকে ছুটে আসেন দলের ফিজিও। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের প্রচন্ড গরমে খিঁচুনির সমস্যা হয়েছে তার।অবস্থা ভালো না হলে তাকে হাসপাতালে নেয়া হতে পারে।


হার্দিক হেঁটে মাঠের বাইরে যেতে না পারার ফলে স্ট্রেচার আনা হয় মাঠে। স্ট্রেচারে করে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তেমন নড়াচড়া করতে দেখা যায়নি এই পেসারকে। বোঝাই যাচ্ছে, তার অসুস্থতা বেশ গুরুতর।


তবে, সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর, স্ট্রেচারে করে মাঠ ছাড়া হার্দিক পান্ডিয়া উঠে দাঁড়িয়েছেন। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন মেডিকেল টিমের সদস্যরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পান্ডিয়ার পেছনের দিকে নিচের অংশে টান পড়েছে।


পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন কিনা। এদিকে, এশিয়া কাপের শুরু থেকেই আলোচনায় ছিল আরব আমিরাতের অসহনীয় গরম। এই কথা চিন্তা করেই খেলা শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছিল। ফলে এশিয়া কাপের সব ম্যাচ দিবারাত্রির হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball