হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ভারত

ছবি: ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের আসরে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। হংকংকে ২৬ রানের ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। ফলে ভারতের বিপক্ষে জয় দিয়ে ইতিহাস গড়া হয়নি হংকংয়ের। তবে, এই ম্যাচে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল তারা।
ভারতের দেয়া ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার নাজাকাত খান আর অংশুমান রাথের ব্যাটে উড়ন্ত সূচনা পায় হংকং। এই দুজনে ওপেনিং জুটিতে ১৭৪ রান যোগ করেন। এরপর অংশুমান ৭৩ রান করে কুলদীপের বলে আউট হন।
এর পরপরই ফিরে গেছেন সেঞ্চুরির আশা জাগানো নাজাকাত খান। তিনি ৯২ রান করে অভিষিক্ত খলিল আহমেদের শিকার হয়েছেন। এরপর ক্রিস্টোফার কার্টারকেও (৩) ফিরিয়েছেন খলিল। মূলত দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে হংকং।

১৮ রান করা বাবর হায়াত, ১৭ রান করা কিঞ্চিত শাহ ও রান করার আগেই আইজাজ খানকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান স্পিনার যুজবেন্দ্রা চাহাল। ৭ রান করা স্কট ম্যাককেচ্চেনি কুলদীপের দ্বিতীয় শিকার হয়েছেন।
২২ রান করা এহসান খানকে কট এন্ড বোল্ড আউট করেছেন খলিল। এরপর আফজাল ১২ ও নেওয়াজ ২ রান করে অপরাজিত থাকলেও জয় পাওয়া হয়নি হংকংয়ের। নির্ধারিত ৫০ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫৯ রান।
এর আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হংকং অধিনায়ক অংশুমান রাথ। তারপর হংকংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানে থামে ভারতের ইনিংস।
ভারতের হয়ে ওপেনার শিখর ধাওয়ান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ওই সেঞ্চুরিতে ভর করে একটা সময় ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেছিল ভারত। সেখান থেকে শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে মোট ৪৫ রান।
অধিনায়ক রোহিত শর্মা অবশ্য খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ধাওয়ানকে। তিনি ২৩ রানে সাজঘরে ফিরলেও আম্বাতি রাইডু তিন নাম্বারে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন। ধাওয়ান ১২০ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলছেন।
ধাওয়ান ফেরার পরই কিছুটা চাপে পড়ে যায় ভারত। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান কোনো রান তোলার আগেই আউট হয়েছেন। দীনেশ কার্তিক দারুণ শুরুর পর ৩৩ করে আউট হয়েছেন।
এরপর লোয়ার অর্ডারে ভুবনেশ্বর কুমার (৯), শার্দুল ঠাকুররা (০) দাঁড়াতে পারেননি হংকংয়ের বোলিংয়ের সামনে। ফলে ২৮৫ রানে থামে ভারতের ইনিংস। ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কেদার যাদভ।
আর কুলদীপ যাদভ কোনো রান না করেই অপরাজিত ছিলেন। হংকংয়ের হয়ে কিঞ্চিত শাহ নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার এহসান খানের। আর একটি করে উইকেট নিয়েছেন এহসান নেওয়াজ আর আইজাজ খান।