দুবাইয়ে 'মিরপুর' দেখেছেন মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই অবাক হয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। দর্শকদের সমর্থনে ঘরের মাঠ মিরপুরে খেলার মতোই অনুভুতি পাচ্ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, দর্শকের কারণে তিনি অনুভব করছিলেন এটা দুবাই নয় শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। কারণ উপস্থিত ২২ হাজার দর্শকের অধিকাংশ দর্শকই ম্যাচের প্রথম বল থেকেই সমর্থন করে যাচ্ছিল বাংলাদেশকে।

যা বাংলাদেশের জয়ে অনেক বড় অবদান রেখেছিল বলে মনে করছেন তিনি। আর বাইরের মাটিতে এত বড় আসরে শুরুতেই দর্শকদের জয় উপহার দিতে পেরে একটু বেশি সন্তুষ্ট ছিলেন মাশরাফি।
'হ্যাঁ অবশ্যই, শুরুটা দারুন হয়েছে আমাদের। জয়ের অনুভূতি সবসময়ই দারুন। আমাকে দর্শকদের নিয়ে বলতে হচ্ছে, প্রথম বল থেকেই তাঁরা আমাদের সমর্থন দিয়ে এসেছে, যা দলের জন্য ভাল ছিল। আর হ্যাঁ, এশিয়া কাপের শুরুটা সব মিলিয়ে ভালোই হল।
'আমার তো মনে হয় দর্শক মিরপুর থেকেই বেশি ছিল, স্টেডিয়ামটা বেশ বড়। মাঠ ভর্তি মানুষ ছিল আজ। সেদিক থেকে মিরপুরের সাথে অনেকটা মিল ছিল বলা যায়।'
এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। আর এর সুবাদে সুপার ফোরের দিকে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ২০শে সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় আফগানিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ।