এসিসির নষ্টের মূলে ভারত?

ছবি: এহসান মনি, ছবি- সংগৃহীত

।|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবির) চেয়ারম্যান এহসান মনি তাঁর নতুন দায়িত্বে পাওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পুনরুজ্জীবিত করতে চান। তিনি বিশ্বাস করেন, ভারত এই সংস্থার সম্মান নষ্ট করেছে।

মনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অতীতে ভারত এশিয়ার রাজত্ব দখল না করলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঐতিহ্যগত এবং অবকাঠামো দিক থেকে আরও শক্তিশালী অবস্থানে থাকত।
নতুন করে এসিসিকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব নিতে প্রস্তুত আছেন এই স্বনামধন্য ক্রীড়া সংঘটক। আগামী মাসে এসিসির বার্ষিক সভা ডেকে এশিয় দেশ গুলোর সাথে ক্রিকেটের উন্নয়ন প্রসঙ্গে কাজ করতে চান তিনি।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ২০ সেপ্টেম্বর আরব আমিরাতের দুবাইতে আসন্ন এসিসির বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকার সহ অন্যান্য দেশের বোর্ড সদস্যদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছ।
তবে ভবিষ্যৎ সফর নিয়ে এখনও কোন তার বিষয়সূচি নির্ধারণ করা হয়নি। পিসিবি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর তার অন্যান্য দেশ গুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে বেশ আটঘাট বেঁধেই নেমেছেন এহসান মনি।
সূত্র; ডেইলি এক্সপ্রেস