আপসেট ঘটাবে বাংলাদেশঃ সাঙ্গাকারা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের মিশন শুরু আজ থেকে। প্রথম ম্যাচেই মোকাবিলা করছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। যদিও এই দুই দলের মাঠের লড়াইয়ে জয়ের পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। তবে লঙ্কান সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বলছেন ভিন্ন কথা।
জানিয়েছেন, বাংলাদেশের সামর্থ্য আছে যে কোন অঘটন ঘটানোর। সম্প্রতি সময়ে বিশ্বের ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশ দলেই রয়েছে সবচেয়ে বেশি অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব-তামিমরা ইতিমধ্যে খেলে ফেলেছেন দেড়শোর বেশি ওয়ানডে ম্যাচ।

এদিকে, শ্রীলঙ্কা দলে সম্প্রতি সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। যা বাংলাদেশ দল থেকে অভিজ্ঞতায় পিছিয়ে দিয়েছে তাদেরকে। তবে সাঙ্গাকারা বলেছেন, ক্রিকেটের যে কোন বড় আসরেই ভালো খেলে শ্রীলঙ্কা। তাই এবারও নিজের দেশের জয়ে প্রত্যাশা রাখছেন তিনি।
'বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের রেকর্ড ভালো, সম্প্রতি সময়ে তাদের দলে অনেক রদবদল হয়েছে। অপরপক্ষে বাংলাদেশ স্থিতিশীল দল, তাদের সিনিয়র ক্রিকেটাররা দলে অনেকদিন ধরে খেলছে। তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর। কিন্তু বড় টুর্নামেন্টে শ্রীলংকা বরাবরই ভালো খেলে।'
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে ৪৪ বারের দেখায় ৩৬ বারই জিতেছেন লঙ্কানরা। যেখানে বাংলাদেশের জয় মাত্র ছয়টি ম্যাচে। বাকি দুটি ম্যাচের ফলাফল আসে নি। তবে অভিজ্ঞ এই দল নিয়ে উইন্ডিজদের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে বাংলাদেশ।