আফগান লীগে গোল্ড ক্যাটাগরিতে আশরাফুল

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শুরু হয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লীগের পেয়ার্স ড্রাফট। আর চলমান এই ড্রাফটে গোল্ড কেটাগরিতে আছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল।
ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আর দেশের হয়ে খেলতে বাঁধা নেই ডানহাতি এই ব্যাটসম্যানের। যেকারণে এখন জাতীয় দলে ফিরতে মরিয়া হয়ে আছেন তিনি।

কয়েকদিন আগেই ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছিলেন, আফগানিস্তান প্রিমিয়ার লীগে তার অংশগ্রহন করার। তিনি বলেছিলেন,
‘আফগান টি-টুয়েন্টি লীগের ড্রাফটে আমার নাম থাকার কথা। আমি সেখানে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমান করতে চাইব।
আমার স্ট্রাইক রেট নিয়ে (ঢাকা প্রিমিয়ার লীগের স্ট্রাইক র???ট) অনেক কথা হয়েছে। আমি সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমান করব।’
উল্লেখ্য, ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ এই পাঁচ দলের অংশগ্রহণে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মোট ম্যাচ সংখ্যা ২৩টি।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ে আর মাঠে নামা হয়নি তাঁর