promotional_ad

বিদায়ী টেস্টেও পথ প্রদর্শক কুক

অ্যালিস্টার কুক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট||


অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্টের প্রথম দিনটা মোটেই ভালো যায়নি স্বাগতিক ইংল্যান্ডের। তারা ১৯৮ রান করে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। যদিও দিনের শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের।


টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ব্যাট হাতে পথ দেখাচ্ছিলেন শেষ টেস্ট খেলতে নামা কুক। ওপেনিংয়ে তিনি জেনিংসকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন। তবে এই জুটিকে বেশি লম্বা হতে দেননি ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।


promotional_ad

তিনি ২৩ রান করা জেনিংসকে রাহুলের হাতে ক্যাচ বানিয়ে আউট করেছেন। এরপর অ্যালিস্টার কুক মঈন আলীকে নিয়ে দ্বিতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়েন। এই দুজনের জুটি থেকে আসে ৭৩ রান।


কুক ৭১ রান করে বুমরাহর বলে বোল্ড হলে এই জুটির পতন হয়। ৭ টি চারে নিজের ইনিংস সাজিয়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। এখন পর্যন্ত ইংল্যান্ডের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটাই।


মঈন আলীকে সঙ্গ দিতে পারেননি ইংলিশ অধিনায়ক জো রুট ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। রুট বুমরাহর বলে কোনো রান না করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। এর ঠিক পরের ওভারেই রান তোলার আগে আউট হয়েছেন বেয়ারস্টো।


স্টোকস ফিরেছেন ১১ রান করে জাদেজার শিকার হয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা মঈন আলীও ফিরে যান। তিনি অর্ধশতক তুলে নিয়ে ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।


একই বোলারের শিকার হয়েছেন স্যাম কুরানও। তিনি আউট হয়েছেন রান তোলার আগেই। দিন শেষে ইংল্যান্ডের হয়ে জস বাটলার ১১ ও আদিল রশিদ ৪ রান করে অপরাজিত আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball