promotional_ad

রেকর্ড ব্যাটিং গড়ের অধিকারীর টেস্ট অভিষেক

কোহলির কাছ থেকে টেস্ট ক্যাপ পড়ছেন হনুমা বিহারি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ টেস্টে অভিষেক হয়েছে ভারতের তরুণ ব্যাটমসম্যান হনুমা বিহারির। এই ম্যাচে ভারতের হয়ে ২৯২ নম্বর টেস্ট ক্যাপটি মাথায় তুলেছেন তিনি।


এখন পর্যন্ত ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ সেঞ্চুরিসহ ৫৯.৭৯ গড়ে ৫ হাজার ১৪২ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের দাপুটে পারফর্মেন্সেই জাতীয় দলে ডাক পেয়েছেন হনুমা। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটিং গড়ের রেকর্ড তারই দখলে।


promotional_ad

ব্যাটিং গড়ে পিছনে ফেলেছেন স্টিভ স্মিথকেও। তাছাড়া, সর্বকালের রেকর্ড বিবেচনায়ও বিহারি আছেন সেরা দশে। এখন দেখার বিষয়, ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সটা কতটা ধরে রাখতে পারেন তিনি জাতীয় দলের জার্সি গায়ে।


জাতীয় দলের আগে, কদিন আগেই ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছেন তিনি। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে একটি ম্যাচে ১৪৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন।


সর্বশেষ ১৯ বছরের মধ্যে প্রথম অন্ধ্র প্রদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে ডাক পেলেন হনুমা। অসাধারণ ব্যাটিং প্রতিভার কারণে তাকে তুলনা করা হয় সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষনের সাথে।


লক্ষনের মতো হনুমাও হায়দরাবাদের ছেলে। তবে লক্ষ্মণের সঙ্গে তুলনা শুধু এ কারণে নয়। হনুমার ছোটবেলার কোচ জন মনোজ বলেছেন, ‘বিহারি যদি আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সুযোগ পায়, সে ভারতের আরেক ভিভিএস লক্ষ্মণ হয়ে উঠবে। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন ওর গড়ই সবচেয়ে বেশি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball