promotional_ad

এশিয়া কাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান

গ্রান্ট ব্র্যাডবার্ন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এশিয়া কাপের আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। দলটি তাদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্কটল্যান্ডের সাবেক প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্নকে। এই সাবেক কিউই ক্রিকেটারকে নিয়োগের ব্যাপারটি ইতিমধ্যে ইশ্চিত করেছে পিসিবি।


ব্র্যাডবার্ন গত চার বছর ধরে স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কদিন আগেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের। এই সুযোগেই তাকে নিজেদের করে নিয়েছে পাকিস্তান।


promotional_ad

ব্র্যাডবার্ন ৪ বছরের চুক্তিতে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন। চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে কাজ করবেন এই সাবেক কিউই ক্রিকেটার। এশিয়া কাপের আসর শুরুর আগেই তার সরফরাজদের সাথে যোগ দেয়ার কথা রয়েছে।


পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মিকি আর্থার। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ব্র্যাডবার্ন। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি।


“পাকিস্তানের মত দলের সঙ্গে কাজ করতে পারা অনেক গর্বের ব্যাপার এবং তাদের হাই-কোয়ালিটি কোচিং স্টাফদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।” তিনি পাকিস্তানের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান বলেও জানিয়েছেন তিনি।


তিনি বলেছেন, “স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্রিকেটারদের অনেক উন্নতি লক্ষ্য করা গিয়েছে। আমি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য মুখিয়ে আছি। বিগত কয়েক বছর ধরেই তারা দারুণ ক্রিকেট খেলছে।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball