বাংলাদেশের রকিবুল খেলছেন ইতালির হয়ে

ছবি: ইতালির জাতীয় ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশের রাকিবুল হাসান (পেছনে বাঁ থেকে তৃতীয়)। ছবি: ফেসবুক

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের তরুণ ক্রিকেটার রকিবুল হাসান খেলছেন ইতালি জাতীয় ক্রিকেট দলের হয়ে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন তিনি। ঢাকার ক্রিকেটে তার পথচলা শুরু হয় ২০০৮ সালে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের হয়ে।
এরপর ২০১০ সালে খেলেছেন উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে। এরপর ইতালি চলে যান এই ক্রিকেটার। ২০১১ সালে ইতালি যাওয়ার পর বেশ কিছুদিন খুব কষ্টে কাটলেও নাগরিকত্ব পেয়ে যান তিনি। সে দেশের আইন অনুযায়ী একটি মানবাধিকার সংস্থার অভিভাবকত্বে কাটিয়েছেন দুই বছর।
সেই সময় তাঁর পড়াশোনা, থাকা-খাওয়ার দায়িত্ব সবই সামলেছে ওই প্রতিষ্ঠানটি। এখান থেকে বেড়িয়ে আবারও ক্রিকেটের সাথে জড়িয়ে পড়েন তিনি। সুযোগ পান বোলোনিয়া স্থানীয় বাংলাদেশিদের একটা টুর্নামেন্টে। ওই টুর্নামেন্টে তাঁর খেলা দেখে পরিচিত একজন রাকিবুলকে নিয়ে যান স্থানীয় বোলোনিয়া ক্রিকেট ক্লাবে।

এই ক্লাবের হয়েই ইতালির ঘরোয়া ক্রিকেট সিরি ‘আ’ লিগে খেলার পথ সুগম হয় রকিবুলের। এরপর দল বদলে খেলেছেন পিয়ানোরা ক্রিকেট ক্লাবে। গত বছর এই ক্লাব থেকেই ডাক পান ইতালি জাতীয় দলে। এভাবেই ভাগ্য বদলে যায় এই তরুণ ক্রিকেটারের।
গত বছরের শুরুতে রাকিবুল প্রথম ইতালির জার্সি গায়ে জড়ান আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে। বল হাতে পারুফর্মেন্স দেখাতে না পারলেও ওপেনিংয়ে নেমে করেছিলেন দুটি অর্ধশতক। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বল হাতেও ঘুর্নি দেখিয়েছেন।
পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। বেলজিয়াম ও ফিনল্যান্ডের বিপক্ষে নিয়েছেন তিনটি করে। বাঁহাতি স্পিনে মিতব্যয়ীও ছিলেন তিনি। দুই ম্যাচে মাত্র ১৭ আর ১৩ রান দিয়েছেন। রকিবুলসহ ইতালী জাতীয় দলের ক্রিকেটারদের এখন লক্ষ্য ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা।
দৈনিক প্রথম আলোর সাথে ফোন আলাপে রকিবুল বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ইতালির ক্রিকেটকে ওপরের দিকে নিয়ে যেতে। স্বপ্ন একটাই ইতালির হয়ে একদিন বিশ্বকাপে খেলা।’
তথ্যসূত্রঃ প্রথম আলো