promotional_ad

শান্তর ইনজুরিতে ভাগ্য খুলছে মমিনুলের?

মমিনুল হক
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে বুধবার অনুশীলনে তিনি বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। ফলে তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


শান্ত ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন বলে জানা গেছে। এর পর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার আঙুলের অবস্থা জানার জন্য। রিপোর্ট হাতে পেলেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।


promotional_ad

এদিকে, জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন রিপোর্ট হাতে পেলেই তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেছেন, "আমরা চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট পেলে তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নিবো।"


ধারণা করা হচ্ছে শান্ত ছিটকে গেলে তার বদলি হিসেবে বাংলাদেশ দলে ডাক পেতে পারেন আরেক ব্যাটসম্যান মমিনুল হক। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ এ দলের হয়ে দারুণ খেলেছেন তিনি।


পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের মাটিতে তিনি ১৩৩ বলে করেন ১৮২ রান। এই ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ দলও জয় পায় বড় ব্যবধানে। এবার সেই ইনিংসেরই প্রতিদান পেতে পারেন মমিনুল।


এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডঃ


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball