আধুনিক প্রযুক্তিতে আলোকিত হবে মিরপুর?

ছবি: মিরপুর স্টেডিয়াম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যস্ত মাঠ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। মাঠের ব্যস্ততা এতটাই থাকে যে অনেক সময় দেখা যায় একদিকে খেলোয়াড়রা অনুশীলন করছেন অন্যদিকে মাঠ প্রস্তুতির কাজ চলছে।
এই অবস্থার উন্নতির জন্য কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির প্রধান পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন। হোম অব ক্রিকেটকে নতুন করে সাজানোর জন্য তার কাছে পরামর্শ চেয়েছে বিসিবি।

ব্যস্ত মিরপুরের মাঠ তৈরি করা চ্যালেঞ্জিং হলেও আধুনিক ও উন্নত যন্ত্রপাতি দিয়ে কাজটা চতুরভাবে করলেই দ্রুত তা করা সম্ভব হবে বলেই মনে করেন অ্যাটকিনসন। বিসিবির জনবল থাকলেও, এই কাজ দ্রুত করার জন্য মেশিনের সাহায্য নেয়ার জন্য বিসিবিকে পরামর্শ দিয়েছেন তিনি।
"চ্যালেঞ্জ তো অবশ্যই। কারণ বাংলাদেশে খুব বেশি মাঠ নেই। জাতীয় দলের তো কোন না কোন এক জায়গায় অনুশীলন করতে হবে। এটাই এখানকার মূল জায়গা, সুতরাং তাদের এখানেই অনুশীলন করতে হয়। এটা ম্যানেজ করার বিষয়, এখানে কাজটা চতুরভাবে করতে হয়, সব সময় কঠোর পরিশ্রম করে নয়। মেশিনারি দিয়ে কাজ গুলো দ্রুত করার চেষ্টা করা যায়। ম্যান পাওয়ার থাকা ভালো, কিন্তু কাজটা করতে যদি বেশি সময় লাগে তাহলে মেশিনের সাহায্য নিতে হবে।"
বাংলাদেশ সফর শেষের আগে অ্যাটকিনসনকে একটি রিপোর্ট জমা দিয়ে যেতেও অনুরোধ করেছেন বোর্ডের নীত নির্ধারক মহলের অন্যতম শীর্ষ কর্তা মাহবুব আনাম। মাঠ তৈরির জন্য আধুনিক সরঞ্জামাদিরও পরিকল্পনা করছে বিসিবি। এমনটাই বলেছেন আইসিসির এই কর্মকর্তা।
"এটা আমাদের পরিকল্পনার অংশ। মাঠের জন্য নতুন কিছু সরঞ্জামাদি নিয়েও ভাবছি আমরা। মিঃ মাহবুব আমাকে সফর শেষে যাওয়ার আগে একটা রিপোর্ট দিয়ে যেতে বলেছেন। মাঠকে নতুন করে সাজানোর জন্য কি কি দরকার বিসিবি জানতে চেয়েছে, যাতে তাঁরা সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।"