অবশেষে আলোর মুখ দেখছে আঞ্চলিক ক্রিকেট

ছবি: শফিউল আলম নাদেল

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, ক্রিকেট প্রশাসনকে আরও শক্তিশালী করা, ক্রিকেট আরও ছড়িয়ে দেওয়া ও তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থার দাবি অনেক দিনের। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট।
এরই মধ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির সদস্য সংখ্যা ৭-১৫ জন। বর্তমান কমিটি কাজ চালিয়ে যেতে পারবে আগামী ৬ বছর পর্যন্ত। এরপর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন এই সংস্থার।

ক্রিকেট অঞ্চলগুলোকে মোট চারটি ভাগে ভাগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী আঞ্চলিক ক্রিকেটের চার অঞ্চল। সিলেট অঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে উইমেন্স উইংয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম নাদেলকে।
চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক মেয়র আ.জ.ম. নাসির। রংপুরের আঞ্চলিক ক্রিকেটের দায়িত্বে আরেক বিসিবি পরিচালক আনোয়ারুল ইসলাম। রাজশাহীর কাজ দেখবেন বিসবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
আঞ্চলিক ক্রিকেট নিয়ে আশার বানী শুনিয়েছেন সিলেট অঞ্চলের আহ্বায়ক ও বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল। তিনি জানিয়েছেন আগামী লীগগুলোও আঞ্চলিক ক্রিকেট সংস্থার মাধ্যমেই হবে।
আমাদের মাঠ রয়েছে, নেট অনুশীলনের সুবিধা রয়েছে, ইনডোরও আছে। আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে ক্রিকেট বোর্ডের কোচ রয়েছে। একাডেমী তৈরি করার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো। আগামী যে লীগগুলো হবে তা আঞ্চলিক সংস্থার মাধ্যমেই হবে।