রনির চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা

আবু হায়দার রনি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ জাতীয় দলে বেশ অনেকদিন ব্রাত্য ছিলেন পেসার আবু হায়দার রনি। তবে ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স বিচারে চলতি বছর নিদাহাস ট্রফির দলে জায়গা দেয়া হয় তাকে।


তবে সেই সিরিজে ১টি ম্যাচে খেলার সুযোগ হয় তার। সেই ম্যাচে ৪৩ রান খরচায় উইকেট শুন্য থাকেন রনি। তারপরও নির্বাচকরা রনির উপর আস্থা রাখেন আফগানিস্তান সিরিজে। সেখানেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন নেত্রকোনার এই পেসার।


promotional_ad

দুই ম্যাচে মাত্র ১ উইকেট নিতে পেরেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন রনি। তিন ম্যাচের টি২০ সিরিজের দুটিতেই খেলেছেন তিনি।


মাত্র ১ টি উইকেট নিলেও নিয়ন্ত্রিত ও মিতব্যয়ী বোলিংয়ে নজর কেড়েছেন এই পেসার। টি টুয়েন্টি ফরম্যাটের বিচারে যা একজন বোলারের জন্য অপরিহার্য অস্ত্র। সেই অস্ত্র রনি কাজে লাগাতে চান এশিয়া কাপেও।


এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় তা এশিয়া কাপে কাজে লাগবে বলে বিশ্বাস রনি। লঙ্কান ব্যাটসম্যানদের সম্বন্ধে বেশ ভালো ধারণা আছে এই পেসারের।


তাছাড়া, ম্যাচ খেললে আগে থেকেই লঙ্কান ব্যাটসম্যানদের দুর্বলতা ও শক্তিশালী জায়গা নিয়ে কাজ করবেন তিনি। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন রনি।


'শ্রীলঙ্কা দলকে আমি বেশ কাছ থেকে দেখেছি। নিদাহাস ট্রফিতে দেখেছি, এরপর বাংলাদেশের হোম সিরিজেও এসেছিল। ওদের ব্যাটসম্যানদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আর যদি ম্যাচ খেলি তাহলে হয়তো সেভাবে পরিকল্পনা করবো যে কোন ব্যাটসম্যানের বিপক্ষে কিভাবে বোলিং করতে হবে। তাঁরা কোন জায়গায় শক্তিশালী এবং কোন জায়গায় তাঁদের দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে পরিকল্পনা করবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball