ডোনাল্ডের সেরা একাদশে নেই শচীন!

ছবি: অ্যালান ডোনাল্ড

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি টেস্ট ক্রিকেটে নিজের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন সাবেক প্রোটিয়া কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড। তবে অবাক করা বিষয় হলো নির্বাচিত এই একাদশে তিনি রাখেননি ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় এই একাদশ প্রকাশ করেছেন ডোনাল্ড। যেখানে শুধু শচীনকেই নয়, উপমহাদেশের কোন ক্রিকেটারকেই রাখেননি তিনি। সাবেক এই দক্ষিণ আফ্রিকান পেস তারকা তাঁর একাদশে রেখেছেন সাত জন স্পেশালিষ্ট ব্যাটসম্যান, তিন জন পেসার এবং এক জন স্পিনার।
যাদের মধ্যে সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার, চারজন ওয়েস্ট ইন্ডিজের এবং দুই জন দক্ষিণ আফ্রিকার। দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডসকে এবং উইকেটরক্ষক হিসেবে বাছাই করা হয়েছে আরেক সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে।
পেসারদের মধ্যে ডোনাল্ডের পছন্দের তালিকায় আছেন ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস এবং গ্ল্যান ম্যাকগ্রা। আর নিজ দেশের দুই ক্রিকেটার হিসেবে রয়েছেন শুধু এবি ডি ভিলিয়ার্স এবং অলরাউন্ডার জ্যাক ক্যালিস। এছাড়াও একমাত্র স্পিনার হিসেবে একাদশটিতে জায়গা পেয়েছেন কিংবদন্তী শেন ওয়ার্ন।
ডোনাল্ডের সর্বকালের সেরা একাদশঃ

১। ম্যাথিউ হেইডেন (অস্ট্রেলিয়া)
২। জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া)
৩। জ্যাক ক্যালিস (দক্ষিন আফ্রিকা)
৪। ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
৫। ভিভ রিচার্ডস (অধিনায়ক) (ওয়েস্ট ইন্ডিজ)
৬। এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৭। অ্যাডাম গিলক্রিস্ট (উইকেট রক্ষক) ( অস্ট্রেলিয়া )
৮। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
৯। ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ)
১০। কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)
১১। গ্ল্যান ম্যাকগ্রা। (অস্ট্রেলিয়া)