সম্পর্ক গড়ার দিকেই মনোযোগ ম্যাকেঞ্জির

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ওয়েস্ট ইন্ডিজ সফরেই বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। সোমবার এশিয়া কাপের দলের সাথে কাজ করেছেন তিনি। এখন সকল খেলোয়াড়ের সাথে সম্পর্ক গড়ার দিকেই মনোযোগ দিয়েছেন এই কোচ।


সবার পরিস্থিতি বুঝেই নিজের কাজ চালিয়ে যেতে চান তিনি, ‘আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করব। তাদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব পড়ব। যাতে অন্তর্মুখী স্বভাবের কেউও এসে তার সমস্যাটা বলতে পারে।’


promotional_ad

বাংলাদেশ দলের ক্রিকেটারদের বেশিরভাগের সমস্যা হয় বিদেশী কোচদের সাথে ভাষাগত ও সাংস্কৃতিক সমস্যা কাটিয়ে উঠতে। ম্যাকেঞ্জি এই বিষয়ে বেশ ভালোই জানেন। এই সমস্যা কাটিয়ে খেলোয়াড়দের সাথে সম্পর্ক গড়তে কিছুটা সময় লাগবে বলেই মনে করেন তিনি।


‘খেলোয়াড়রা কি চায় আপনাকে বুঝতে হবে। কেউ কেউ আছে আউট হওয়ার পর পরই এসে কথা বলতে চাইবে। কেউ আবার একা কথা বলতে চাইবে। আমাকে সম্পর্ক গড়তে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। আলোচনা করতে হবে মাথা, হাত এবং কাঁধের অবস্থান কি হবে সেটা নিয়ে। তাদের সম্পর্কে আমার জানতে হবে। ভাষাগত সমস্যা কাটিয়ে উঠে এ ধরণের সম্পর্ক গড়তে সময় লাগবে।’


নিজেকে অন্য কোচদের থেকে আলাদা বলেই দাবি করেছেন ম্যাকেঞ্জি। তিনি নিজে কতটা জানেন তা না দেখিয়ে বরং প্রত্যেক ক্রিকেটারের টেকনিক্যাল দিক জেনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন এই প্রোটিয়া কোচ।


‘দলের ভালোর জন্য যেকোনো কিছু করতে পারি। দলই সবার আগে। দলের ভালোর জন্য যদি কথা বলতে হয় বলব, কেবল কথা বলার জন্য বলব না। কিছু কিছু কোচ আছেন যারা দেখাতে চান তারা কতটা জানেন। আমি ওই রকম মানুষ না। আমি কাজ করতে চাইব, খেলোয়াড়দের টেকনিক্যাল দিকটা জানতে চাইব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball