লিটনেই সমাধান খুঁজছেন ম্যাকেঞ্জি

ছবি: লিটন দাস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওপেনিংয়ে তামিম ইকবালের স্থায়ী সঙ্গী নিয়ে বেশ অনেকদিন থেকেই দুশ্চিন্তায় বাংলাদেশ দলের নির্বাচকরা। কেউই স্থায়ী হতে পারছেন না ওপেনিং জুটিতে। গেল কয়েক বছরে ইমরুল কায়েস, এনামুল হক ও সৌম্য সরকারকে দিয়ে চেষ্টা করা হয়েছে। এদের সবাই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ওয়ানডে ম্যাচেই ব্যাট হাতে সফল হতে পারেননি এনামুল হক বিজয়। তবে টি-টুয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির নজর কেড়েছেন লিটন দাস। তামিমের সঙ্গী হিসেবে তাই লিটন দাসকেই আপাতত মনে ধরেছে তার।

তাই ওপেনিংয়ের সমস্যার কথা মাথায় আনতে চান না টাইগারদের এই কোচ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি ম্যাচে তামিম-লিটন দুজনই দারুণ শুরু এনে দিয়েছিলেন। এটাকেই এশিয়া কাপের নিশানা করছেন ম্যাকেঞ্জি।
‘এই মুহূর্তে আমার একজোড়া খোলা চোখ আছে। আপনারা আমাকে এমনটা বলে যেতে পারেন (সমস্যার কথা) এবং আমি কখনোই এমনটা ভাবব না। আমি সবাইকে গড়ে ওঠার জন্য যথেষ্ট সময় দিতে চাই। আমি তেমন কোন সমস্যা দেখতে পাচ্ছিনা এখানে। আমার মনে হয় টি২০ গুলোতে দাস (লিটন দাস) বেশ ভাল ইনিংস খেলেছে। তামিম অনেক রান পেয়েছে। আমার মনে হয় ৫ ওভারে ৭০ রান তোলা সঠিক নিশানায় চলার ধাপ হতে পারে।'
ম্যাকেঞ্জি মনে করেন তরুণ ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করতে পারবেন তিনি। তার বিশ্বাস অন্তত একজন তরুণ ক্রিকেটার নিজের সামর্থ্য দেখাতে সফল হবেন। এশিয়া কাপের দলটাকেই সেরা ভেবে সামনে এগিয়ে যেতে চেয়েছেন তিনি।
‘আমি মনে করি অন্তত একজন তরুণ খেলোয়াড় এগিয়ে এসে দেখাবে তারা কি করতে পারে। আমাদের গেম প্ল্যান নিয়ে কথা বলতে হবে, কমিটমেন্ট ও বিভিন্ন বিষয়ে মানসিক দিক নিয়ে আলোচনা করতে হবে। ভাল কিছু বের করে আনার ব্যাপারে আমি ইতিবাচক। এশিয়া কাপের দলে বেশ কয়েকজনকে বাদ পড়তে দেখেছি, তার মানে যারা আছে তারাই সেরা খেলোয়াড়।’