ম্যাকেঞ্জির চাওয়া কৌশলী ব্যাটিং

ছবি: নিল ম্যাকেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের স্লগ ওভারে দুর্বলতার কথা কারোর অজানা নয়। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
বাংলাদেশের প্রেক্ষাপট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সাথে মেলাতে চান না তিনি। তিনি ক্রিকেটারদের স্কিল হিটিংয়ে আরও পারদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন। নির্দিষ্ট পজিশনে কৌশল মেনে ব্যাটিং করলেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ম্যাকেঞ্জি বলেছেন,‘স্লগ ওভারে রান তুলতে কৌশলগতভাবে আপনাকে এগিয়ে থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মতো করে আমাদের ভাবলে হবে না। কিন্তু আমাদেরকে স্কিল হিটিংয়ে পারদর্শী হতে হবে। সার্কেলের ভেতরে যারা থাকবে তাদেরকে টার্গেট করে খেলতে হবে। ওভার কভার অঞ্চল, মিড উইকেট দিয়ে খেলতে হবে। আপনি যেটাই করেন না আপনাকে কৌশল মেনেই করতে হবে। নির্দিষ্ট পজিশনে গিয়ে খেলতে হবে।’
তিনি স্লগ ওভারে কেমন ব্যাটিং করতে হবে এর উপায়ও বাতলে দিয়েছেন, ‘আপনি যদি ওভারপ্রতি ৬ করে রান তাড়া করেন তাহলে আপনার এক কিংবা দুই রান হলেই হচ্ছে। আপনাকে গ্যাপ খুঁজতে হবে। এর থেকে বেশি রান তাড়া করতে হলে আমি বোলারের মাথার ওপর দিয়ে মারতে চাইবো। তখন আপনা আপনি রান আসবে। বাউন্ডারি পাবো। আবার আমি যদি ওভারপ্রতি ১২ করে রান তাড়া করি তাহলে আমাকে আক্রমণাত্মক হতে হবে। বড় শট খেলতে হবে, ঝুঁকি নিতে হবে।’
সিপিএলে গত ম্যাচেই মাহমুদউল্লাহ ১১ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে প্রশংসাও করেছেন টাইগারদের এই ব্যাটিং কোচ। টাইগারদের অন্য ক্রিকেটাররাও ভালো হিটার হতে পারবেন বলে বিশ্বাস তার।
মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এখন পুরোদমে চলছে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি। দলের প্রস্তুতিতে দারুণ সন্তুষ্ট টাইগারদের কোচ। আগামী ১৫ই সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা।