যেকোনো জায়গার জন্য তৈরি মিঠুন

ছবি: মোহাম্মদ মিঠুন আলী

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রানের মধ্যে আছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ড সফরেও।
আইরিশদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪৭.৭৫ গড়ে করেছেন ১৯১ রান, সর্বোচ্চ অপরাজিত ৮৭। এই পারফরমেন্সই তাকে বাংলাদেশের এশিয়া কাপের দলে জায়গা করে দিয়েছে।
প্রায় সাড়ে তিন বছরের ব্যবধানে ওয়ানডেতে ডাক পেয়েছিলেন চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে। এক ম্যাচ খেলে আবারও আট মাসের বিরতিতে দলে ফিরলেন মিঠুন। সম্প্রতি নিজের লক্ষ্যের কথা জানিয়ে মিঠুন বলেছেন, এশিয়া কাপে একাদশে জায়গা হবে কিনা না জানলেও নিজের প্রস্তুতিটা সেরে রেখেছেন তিনি।

‘একাদশে জায়গা হবে কি না, খেললে কোথায় নামানো হবে, আমি জানি না। তবে আমার নিজের প্রস্তুতিটা আমি সেরে রাখব, যাতে দলের প্রয়োজনে যেকোনো জায়গায় নেমে রান করতে পারি।’
দলে উইকেটরক্ষক হিসেবে মুশফিকুর রহীম ও লিটন দাস আছেন। ফলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই খেলতে হবে মিঠুনকে। তাকে দলে নেয়ার সবচেয়ে বড় কারণ হলো তার স্পিন খেলতে পারার সামর্থ্য। এমনটা জানিয়েছিলেন নির্বাচকরাই।
আপাতত মিঠুনের লক্ষ্যে ইতিবাচক ক্রিকেটটা খেলা। প্রতিপক্ষের বোলারদের নিয়ে মাথা না ঘামিয়ে তাদের বল দেখে খেলাই এখন মূল চ্যালেঞ্জ। এশিয়া কাপে সেটাই করে দেখাতে চান তিনি।
‘আমার চেষ্টা থাকবে ইতিবাচক ক্রিকেট খেলা। দলের জন্য অবদান রাখার চেষ্টা করা, সেটা স্পিন সামলে হোক বা অন্য কোনোভাবে। প্রতিপক্ষ-বোলার এসব না ভেবে বল দেখে খেলাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’
সুযোগ পেলে সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে পারফরমেন্স করার ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন এই ক্রিকেটার, ‘দেখেন কত দিন ধরে আমাদের দলে মূল পারফরমার পাঁচজন সিনিয়র। আমরা যারা জুনিয়র, আমাদেরও পারফর্ম করে নিজেদের প্রয়োজনীয়তার প্রমাণ দিতে হবে। আমাদের লক্ষ্য যে চ্যাম্পিয়ন হওয়া, সে জন্য সবার অবদান রাখাটা জরুরি।’