ভারত-পাকিস্তানের সঙ্গী হওয়ার পথে ওমান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ কোয়ালিফায়ারে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ওমান ক্রিকেট দল। তারা সিঙ্গাপুরকে আজ ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে জায়গা করে নিয়েছে ওমান।
এই ম্যাচে আগে বোলিং করে সিঙ্গাপুরকে মাত্র ২১৫ রানেই বেঁধে ফেলে ওমান। সিঙ্গাপুরের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন ওয়ানডাউন ব্যাটসম্যান আরিশ প্রাম। তাছাড়া ওপেনার রোহান রঙ্গন রাজন করেছেন ৬৮ রান।

মূলত এই দুজনের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৫ রানের পুঁজি পায় তারা। এই সহজ লক্ষ্যে খেলতে নেমে ওপেনার আকিব ইলিয়াসের ১০৯ ও আরেক ওপেনার জাতিন্দার সিংয়ের ৫৩ রানে জয়ের ভিত পায় ওমান।
তাছাড়া, খাওয়ার আলী ৩৬ ও ভাইবহাব ওয়াতেগাওংকার ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দিনের অপর ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১৯ রানের জয়ে পেয়েছে নেপাল। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩০ ওভারে।
আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি গড়ে নেপাল। দলের হয়ে আরিফ শেখ ৬৪ রানে ইনিংস খেলেছেন। তাছাড়া ৫৪ রানের ইনিংস খেলেন দীপেন্দ্র আইর। এই লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়ার ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
দিনের তৃতীয় খেলায় আরব আমিরাতকে ১৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে হংকং। হংকং আগে ব্যাট করে আনশুমান রাথের ১০২ ও বাবর হায়াতের ১০৭ রানে ২৭৫ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানে অল আউট হয় আরব আমিরাত।
হংকংয়ের হয়ে একাই ৪ উইকেট দখল করেছেন এহসান খান। তাছাড়া এহসান নেওয়াজ ও নাদিম আহমেদ নিয়েছেন ২ উইকেট। ১ টি উইকেট গেছে আইজাজ খানের ঝুলিতে। উল্লেখ্য, এশিয়া কাপ কোয়ালিফায়ারের শীর্ষ দল মূল আসরে এ গ্রুপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে।