ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল আফগানরা

ছবি: ছবি - সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে সিরিজের আগে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান। এবার ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে আফগানরা। রশিদ-নবীরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছিল। ফলে সিরিজের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপান্তরিত হয়েছিল। বেলফাস্টের এই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।
আগে ব্যাট করে আফগান বোলারদের তোপের মুখে আয়ারল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে। ১২৫ রানের ছোটো লক্ষ্য সফরকারী আফগানিস্তান পেরিয়ে গেছে ২৩.৫ ওভারেই। তারা মাত্র ২ উইকেট হারিয়েই স্কোরবোর্ডে ১২৭ রান তুলেছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। মাত্র ২ রানেই তারা অভিজ্ঞ পল স্টার্লিংয়ের উইকেট হারায়। তাকে সাজঘরে ফেরান আফতাব আলম। এরপর অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও অ্যান্ডি বালব্রিনি প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন।
তবে পেস আর স্পিনের সমন্বয়ে আফগান বোলাররা আরও চেপে ধরে আইরিশদের। ফলে দলীয় ৩৮ রানের মধ্যেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় স্বাগতিক আয়ারল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১২৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।
আইরিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ রান করে গ্যারি উইলসন। আর আফগানিস্তানের হয়ে ৩ টি উইকেট নেন রশিদ খান। ২টি করে উইকেট দখল করেছেন আফতাব আলম, গুলবদন নাইব ও মোহাম্মদ নবী। ১ টি উইকেট গেছে আসগর আফগানের ঝুলিতে।
এরপর, মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে এহসানুল্লাহর ৫৭ ও শহীদির ৩৪ রানের অপরাজিত ইনিংসে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। এছাড়া মোহাম্মদ শাহজাদ ১ ও রহমত শাহ ৩৩ রান করে আউট হন।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ইনিংসঃ ১২৪ (৩৬.১ ওভার)
আফগানিস্তান ইনিংসঃ ১২৭/২ (২৩.৫ ওভার)