জুবায়েরের পর স্যাম কুরান

ছবি: স্যাম কুরান

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটন টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৪৬ রানে অল আউট করে দিয়েছে ভারত। এখন তারা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে। এই ম্যাচে ৪৬ রান করে আউট হয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
ভারতীয় দলপতি ইংলিশ পেসার স্যাম কুরানের বলে স্লিপে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কোহলিকে আউট করে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ অলরাউন্ডার কুরান।
তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে তিনি কোহলিকে আউট করেছেন। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে কোহলিকে আউট করার রেকর্ডটি দখলে রয়েছে ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফের।

তিনি মাত্র ১৯ বছর ২৬৩ দিন বয়সে কোহলিকে আউট করার গৌরব অর্জন করেছিলেন। জোসেফের পরই এই তালিকার দুই নম্বরে আছেন বাংলাদেশী লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।
এই টাইগার স্পিনার ১৯ বছর ২৭১ দিন বয়সে কোহলিকে আউট করেছিলেন ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে একমাত্র টেস্টে। সেবার মাত্র ১৪ রান করে আউট হতে হয়েছিল ভারতীয় অধিনায়ককে। যদিও ম্যাচটি ড্র হয়েছিল।
জুবায়েরের পর ২০ বছর ৮৮ দিন বয়সে কোহলিকে আউট করেছেন স্যাম কুরান। আর তাতেই রেকর্ডে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে, এজবাস্টনে ভারতকে ৩১ রানে হারানোর ম্যাচে নায়ক ছিলেন এই তরুণই।
প্রথম ইনিংসে ৪ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে অনবদ্য ৬৩ রান। লর্ডসেও তাঁর ঝুলিতে ছিল ৪০ রান আর এক উইকেট। তবে, এই পারফরম্যান্সের পরও তাঁকে বাদ দিয়েই ট্রেন্ট ব্রিজে নেমেছিল ইংল্যান্ড।
সেই ম্যাচে হারের মুখ দেখেছিল স্বাগতিকরা। তাই পরের টেস্টে আবারও দলে ফিরেছেন এই সম্ভাবনাময় অলরাউন্ডার। এখন দেখার বিষয় ইংল্যান্ড দলের দুই অলরাউন্ডার বেন স্টোকস ও ক্রিস ওকসকে ছাপিয়ে স্যাম কতটা নিজেকে তুলে ধরতে পারেন।