পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা

ছবি: পাকিস্তান ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন এশিয়া কাপের আসরকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলীর। দলে ডাকা হয়েছে প্রায় ১ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা ইমাদ ওয়াসিম ও শান মাসুদকে।
শান মাসুদ পারফর্মেন্সের কারণে দলের বাইরে থাকলেও ইমাদ দলের বাইরে ছিলেন ইনজুরির কারণে। এদিকে, এশিয়া কাপের জন্য নিজেদের তৈরি করতে আগামী ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান কোচ মিকি আর্থারের অধীনে অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল।

এশিয়া কাপের দল ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তিনি জানিয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থারের সঙ্গে আলোচনা করেই দল নির্বাচন করা হয়েছে।
এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ১৫ই সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। আর পাকিস্তানের এশিয়া কাপের মিশন শুরু হবে ১৬ সেপ্টেম্বর বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে সরফরাজ আহমেদের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল।
এশিয়া কাপের পাকিস্তান দলঃ
ফখর জামান, ইমাম-উল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ(অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলি, উসমান খান শেনওয়ারি, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ।