promotional_ad

চ্যালেঞ্জের জন্য তৈরি আরিফুল

আরিফুল হক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষা তিনি। ডাক পেয়েছেন বাংলাদেশের ১৫ সদস্যের এশিয়া কাপের দলে।


ওয়ানডে দলে ডাক পেয়ে দারুণ আনন্দিত এই ক্রিকেটার। এরই মধ্যে নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি। সুযোগ পেলে ওয়ানডে দলের নিজের জায়গাটা পোক্ত করতে চান আরিফুল। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি।



promotional_ad

‘ভালো লাগা তো কাজ করেই। তবে সেটির চেয়ে বড় কথা দলে জায়গাটা পোক্ত করতে হবে। ভালো খেলার চেয়ে বড় কিছু নেই। এই টুর্নামেন্টে আমার ওয়ানডে অভিষেক হবে কি না, জানি না। তবে দলে জায়গাটা পোক্ত করতে হবে, এটা আমার আপাতত লক্ষ্য।’


টি-টুয়েন্টিতে যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন আরিফুল এর প্রায় প্রতিটিতেই তাকে ব্যট করতে হয়েছে সাতে। যখন হাতে বল থাকে না, থাকে না পর্যাপ্ত সময়। দল যদি আগে ব্যাট করে এই জায়গায় ব্যাট করা ব্যাটসম্যানদের কাজই থাকে দলের রানটাকে চ্যালেঞ্জিং করে তোলা।


আর দল যদি লক্ষ্য তাড়া করতে নামে তাহলে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার মানসিকতা থাকতে হয়। এই চ্যালেঞ্জিং কাজটাই করতে হবে আরিফুলকে। তাছাড়া, দলে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেয়ায় বল হাতেও দলের জন্য ভূমিকা রাখতে হবে তাকে।



আরিফুল অবশ্য জানিয়েছেন, তিনি এই পরিস্থিতিতে খেলে অভ্যস্ত। মূলত অনেক ম্যাচে কঠিন পরিস্থিতি সামাল দিয়েই এই জায়গার জন্য নিজেকে তৈরি করেছেন আরিফুল।এখন চেষ্টা করছেন দুর্বলতা কাটিয়ে এই জায়গায় নিজের সেরা খেলাটা খেলতে। 


‘ছোটবেলা থেকে ছয়-সাতে খেলে আসছি। এ ধরনের পরিস্থিতিতে খেলে আমি অভ্যস্ত। ওই পরিস্থিতিতে কী করতে হবে, সেটি নির্ভর করে আমার হাতে আসলে কত ওভার আছে। যদি ১০ ওভার থাকে, চিন্তাটাও তেমন থাকে। ৫ ওভার থাকলে আরেক চিন্তা। চিন্তাটা আসলে বড় করেই ব্যাটিংয়ে নামি। অনেক আগ থেকেই কঠিন পরিস্থিতি সামলে আসছি তো, এখন অভ্যস্ত হয়ে গেছি। চেষ্টা করি নিজের দুর্বলতা কাটিয়ে এই জায়গায় আরও কতটা ভালো করা যায়।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball