promotional_ad

চার বছরের ঐতিহ্য ভাঙলেন কোহলি

ভারতীয় দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটি নতুন কিছু না হলেও দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।


চার বছর ধরে ভারতীয় দলের নেতৃত্ব দিলেও এবারই প্রথম সাদা পোষাকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন তিনি। মূলত ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় টেস্টে ২০৩ রানের বিশাল জয়ই কোহলিকে দীর্ঘ দিনের ঐতিহ্য ভাঙতে অনুপ্রেরণা দিয়েছে।



promotional_ad

কোহলি টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন ২০১৪ সালে। সেই থেকে এখন পর্যন্ত ভারতকে মোট ৩৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কখনোই দল অপরিবর্তিত একাদশ মাঠে নামাননি তিনি।


প্রতিটা ম্যাচেই অন্তত একটি হলেও পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোহলি। ৩৮ টেস্টের প্রতিটিতেই ভিন্ন ভিন্ন একাদশ সাজিয়েছেন। টানা ভিন্ন ভিন্ন একাদশ খেলানোর পরিসংখ্যান ঘাটলে ভারতীয় অধিনায়ক কোহলির অবস্থান থাকবে দুই নম্বরে।


টানা ৪৩ ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ খেলিয়ে এই তালিকার এক নম্বরে আছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি তার অধিনায়কত্বের ৪৪ তম টেস্টে এসে অপরিবর্তিত একাদশ মাঠে নামিয়েছিলেন।



তাছাড়া, টেস্ট অধিনায়ক হিসেবে টানা ২৮ ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ খেলিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন আরেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমে সাউদাম্পটপ্টনে বল হাতে দাপট দেখাচ্ছে ভারত।


ভারতীয় বোলারদের তোপে দেড়শো তোলার আগেই উপরের সারির ৬ ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এখন পর্যন্ত বলাই যায় সাউদাম্পটন টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের হাতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball