শতভাগ নয়, ৬০ ভাগ পারফর্মেন্স দিয়েছিঃ মুস্তাফিজ

ছবি: মুস্তাফিজুর রহমান। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে তুলনামূলক সফল ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কম ইকোনমি রেটে পাঁচটি উইকেট পেয়েছিলেন তিনি।
এরপরে টি-টুয়েন্টি সিরিজেও ছিলেন সফল। তিন ম্যাচে সেই সিরিজে নিয়েছিলেন আটটি উইকেট। অবশ্য সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে একটু খরুচে বোলিংও (চার ওভারে ৫০ রান) করেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে ফর্ম নিয়ে সমালোচনায় থাকার পরে গত সফরেই নিন্দুকদের মুখ বন্ধ করতে পেরেছিলেন মুস্তাফিজ। কিন্তু তারপরেও এই পারফর্মেন্সে তৃপ্ত নন তিনি, দাবী করছেন ওয়েস্ট ইন্ডিজে শতভাগের কাছাকাছিও দিতে পারেননি তিনি।
বৃহস্পতিবার দিন মিডিয়ার সামনে জানান, 'ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারি নি। আমি বলব, আমি নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের রিদমের বিষয় আছে। রিদম ভালো থাকলে মারও পড়তে পারে, আবার ভালোও করতে পারি।'
এখনো উন্নতির জন্যই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি; 'আমি এখন সুস্থ আছি, তবে আমার রিদমটা আরও ভালো হওয়া সম্ভব। আমার মনে হয় আমার এখনো সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে।'
একইসাথে আসন্ন এশিয়া কাপ নিয়ে দারুণ আশাবাদী ২২ বছর বয়সী মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সবার সাম্প্রতিক পারফর্মেন্সই স্বপ্ন বুনছেন তিনি। ব্যক্তিগত লক্ষ্য না থাকলেও, ভাল করতে চান দলের বাকিদের প্রত্যাশা অনুযায়ী।
'তেমন কোন লক্ষ্য নেই। তবে চেষ্টা করব ভালো করার। আমার কাছে অনেকের প্রত্যাশা থাকে। চেষ্টা থাকবে আমি যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি।সবাই কমবেশি ভালো করছে। আমরা শেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছি। সবাই ভালো রিদমে আছে, আশা করি এই রিদমটা সামনে কাজে লাগবে।'