কুলদীপকে দেশে পাঠানো লজ্জাজনকঃ ওয়ার্ন

ছবি: কুলদীপ যাদব, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় বাঁহাতি লেগ স্পিনার কুলদীপ যাদবকে বাকি টেস্ট দুটির স্কোয়াডে রাখা হয়নি। ইতিমধ্যে তাঁকে দেশে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু মান সম্মত এই স্পিনারের ক্ষেত্রে বোর্ডের এমন সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন।
ইংল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে নিয়মিত ছিলেন ভারতের এই চায়নাম্যান। সেখানে মরগান-রুটদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। তাঁর খেলা দুটি টি-টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচে মোট ১৪ টি উইকেট কুড়িয়ে নিয়েছিলেন এই লেগ স্পিনার।

ইংলিশ কন্ডিশনে এমন পারফর্মেন্স দেখেই টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল কুলদীপকে। কিন্তু ভারতের খেলা তিন টেস্টের মাঝে তিনি জায়গা পেয়েছেন মাত্র একটিতে। যদিও সে ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ ছিলেন এখন পর্যন্ত দলের হয়ে তিন টেস্ট খেলা এই স্পিনার।
কিন্তু সাউদাম্পটন টেস্ট এবং পরবর্তী ওভাল টেস্টে কুলদীপকে দলে রাখা উচিত ছিল বলে জানিয়েছেন অজি তারকা লেগ স্পিনার ওয়ার্ন। তাঁর বিশ্বাস এসব উইকেট স্পিনারদের জন্য সুবিধাজনক। তাই এই রহস্যময় বোলার এখানে নিজেকে মেলে ধরতে সক্ষম হতেন।
'কুলদীপ ভালো মানের বোলার। তাকে ভারতে পাঠিয়ে দেয়া খুবই লজ্জাজনক। এই টেস্ট এবং ওভালের টেস্ট যেখানে বল ঘুরে সেখানে ওকে খেলানো উচিত ছিল। রিস্ট স্পিনের পাশাপাশি কিছু রহস্যময় বোলিং করে সে ভালোই সফল হতে পারত।'
এদিকে এজবাস্টন টেস্টে সাত উইকেট নেয়া ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিন শেষ দুই ম্যাচে ছিলেন একেবারে অনুজ্জল। তবে এ বিষয়ে তাঁকে হতাশ না হয়ে আরও ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়ে অজি সাবেক তারকা বলেন,
'যতটুকু অশ্বিনকে দেখলাম, তার আরও ধৈর্যশীল হওয়া দরকার। তার বুঝা উচিত পাঁচ উইকেট প্রতি ম্যাচেই আসবে না। প্রতিকূল কন্ডিশনে ভালো করার উপায় তাকে বের করতেই হবে।'